‘ইউটিউব ও ক্যাবল নেটওয়ার্ক থেকে ভারতের সরকারি সম্প্রচার মাধ্যমে দূরদর্শন বাতিরেকে সমস্ত ভারতীয় প্রাইভেট টেলিভিশন চ্যানেল বন্ধ করতে হবে। এটি শুধু সম্প্রতি বাংলাদেশী ইউটিউব চ্যানেলে ভারতে বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে নয়। বরঞ্চ বাংলাদেশের মিডিয়া ও কালচারাল সেক্টরে বাঁচিয়ে এর বিকাশ ঘটানোর জন্যই করতে হবে।’ শনিবার (১০ মে) নিজের ফেসবুকে এসব কথা জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
ওই পোস্টে তিনি লিখেছেন, ‘হাজার হাজার কোটি টাকা অবৈধ পন্থায় যারা বিগত আওয়ামী আমলে ভারতীয় চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার কারণে পাচার করেছে সেই এজেন্সিগুলোর দালাল চক্রকে কোমড়ে দড়ি লাগিয়ে জেলে দিতে হবে।’
‘‘ভারতীয় চ্যানেলের ডিস্ট্রিবিউটর যারা এটার সাথে জড়িত আছে প্রমাণ পাওয়া গেলে তাদেরকে লাথি মেরে এই সেক্টর থেকে বের করে দিতে হবে।’’
তিনি আরও লিখেছেন, ‘কোনো বিজ্ঞাপন সংস্থা এককভাবে বিজ্ঞাপন মার্কেট নিয়ন্ত্রণ করতে চাইলে তাদেরকে ভেঙে টুকরো টুকরো করতে হবে। প্রতিযোগিতা কমিশন উদ্যোগ গ্রহণ না করলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’