নানা আয়োজনে শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশ: শনিবার, ০৮ মার্চ, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও বর্ণাঢ্য শেfভাযাত্রা করেছে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর এবং মহিলা পরিষদ ও উদীচীসহ কয়েকটি সহভাগী সংগঠন। শনিবার (৮মার্চ) শহরের নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষের সামনে অনুষ্ঠিত এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার সহ-সভানেত্রী লুৎফুন্নাহারের সভাপতিত্বে অন্যান্যের মাঝে সাধারণ সম্পাদিকা নীরু শামছুন্নাহার নীরা, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক শুভজিৎ নিয়োগী, সিপিবি নেতা সোলায়মান আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা নারীর প্রতি সহিংতা বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশব্যাপী খুন, রাহাজানি, ধর্ষণ, সহিংসতার ঘটনা বেড়ে চলেছে। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এজন্য নারী অধিকার সুরক্ষা এবং নারীর প্রতি সহিংসতা নির্যাতন বন্ধে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানান। এর আগে নিউমার্কেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

 
image

আপনার মতামত দিন