নারী নির্যাতন প্রতিরোধে হটলাইন চালু করল পুলিশ হেডকোয়ার্টার্স

প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভটিজিং, হেনস্তা ও যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা হিসেবে হটলাইন সেবা চালু করেছে পুলিশ হেডকোয়ার্টার্স ।  

সোমবার (১০ মার্চ)পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারবদ্ধ।

এছাড়া সাইবার অপরাধের শিকার নারীদেরকে আইনি সেবা ও সুরক্ষা দানে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ পূর্বের মতোই চালু রয়েছে।  

নারীরা যেন তাৎক্ষণিক পুলিশের সাহায্য নিতে পারেন, সে কারণে হটলাইন সংযোগ ২৪ ঘণ্টা চালু থাকবে। ভয় না পেয়ে নির্যাতনকারী সম্পর্কে পুলিশকে তথ্য দিতে সবাইকে আহ্বান জানান তিনি।

হটলাইন নম্বরসমূহ হলো- ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২। 
image

আপনার মতামত দিন