জাতীয় তথ্য বাতায়নে (www.bangladesh.gov.bd) মন্ত্রণালয়, বিভাগ ও তাদের অধীন দফতর ও সংস্থার ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ (আপডেট) রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এজন্য সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবদের কাছে সম্প্রতি একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় তথ্য বাতায়নে অনেক দপ্তরের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করা হচ্ছে না। বিশেষ করে কর্মকর্তাদের নাম, পদবি, ফোন নম্বর, ছবি ও অফিসিয়াল ই-মেইল ঠিকমতো দেওয়া নেই বা পুরোনো তথ্য রয়ে গেছে।
এই অবস্থায়, মন্ত্রণালয়, বিভাগ ও অধীন দফতরগুলোকে ওয়েবসাইটে সব কর্মকর্তার সঠিক তথ্যসহ প্রয়োজনীয় অন্যান্য তথ্য নিয়মিত হালনাগাদ করার ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।