আসছে মাইক্রোসফটের নিজস্ব এআই মডেল ‘এমএআই’

প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
 মাইক্রোসফট কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে নিজস্ব এআই মডেল তৈরির উদ্যোগ নিয়েছে। এতদিন তারা ওপেনএআইয়ের চ্যাটজিপিটির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। তবে, দীর্ঘমেয়াদে এই নির্ভরতা কমিয়ে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরি ও পরিচালনা করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

এরই অংশ হিসেবে, মাইক্রোসফট নতুন একটি উন্নত এআই মডেল ‘এমএআই’ তৈরির কাজ শুরু করেছে।

প্রতিষ্ঠানটির দাবি, এই মডেলটি ওপেনএআইয়ের চ্যাটজিপিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে।

 ‘এমএআই’ মডেলটি ব্যবহারকারীদের যুক্তি বিশ্লেষণ করে আরও উন্নত ও প্রসঙ্গভিত্তিক উত্তর দিতে পারবে, যা মাইক্রোসফটের এআই সেবাগুলোর জন্য একটি নতুন মাত্রা যোগ করবে।

উল্লেখ্য, মাইক্রোসফট ওপেনএআইয়ের অন্যতম প্রধান বিনিয়োগকারী। তারা বহু বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে ওপেনএআইয়ের এআই প্রযুক্তি ব্যবহার করে আসছে। বিশেষ করে, মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট, এজ ব্রাউজার, এবং অন্যান্য ক্লাউড-ভিত্তিক সেবাগুলোতে ওপেনএআইয়ের মডেল একীভূত করা হয়েছে।

তবে, দীর্ঘমেয়াদে শুধুমাত্র ওপেনএআইয়ের ওপর নির্ভর না করে নিজস্ব ও তৃতীয় পক্ষের এআই মডেল ব্যবহারের পরিকল্পনা নিয়েছে মাইক্রোসফট।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি মাইক্রোসফট ৩৬৫ কোপাইলটে ওপেনএআইয়ের মডেলের পাশাপাশি নিজেদের তৈরি নতুন এআই মডেল এবং অন্যান্য কোম্পানির মডেল যুক্ত করার পরিকল্পনা করছে।

মাইক্রোসফটের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘এমএআই’ মূলত ধাপে ধাপে বিশ্লেষণ করে জটিল সমস্যার সমাধান করতে সক্ষম। এটি শুধু সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে আরও গভীরভাবে চিন্তা ও তথ্য বিশ্লেষণ করতে পারে, যা একে অধিক কার্যকর এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী করে তুলেছে।

বিশ্লেষকরা মনে করছেন, মাইক্রোসফটের এই পদক্ষেপ কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রতিষ্ঠানটি যদি সফলভাবে নিজস্ব এআই মডেল তৈরি করতে পারে, তবে এটি প্রযুক্তি খাতে আরও প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করবে এবং ভবিষ্যতের এআই প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সূত্র: রয়টার্স, ইন্ডিয়ান এক্সপ্রেস
image

আপনার মতামত দিন