বিশেষ কি সুবিধা থাকছে জিপিটি-৫ ভার্সনে

প্রকাশ: সোমবার, ১১ অগাস্ট, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চ্যাটজিপিটি এবার প্রবেশ করেছে এক নতুন অধ্যায়ে। ওপেনএআই ঘোষণা দিয়েছে তাদের নতুন ও শক্তিশালী মডেল জিপিটি-৫-যা আগের সব সংস্করণের চেয়ে বুদ্ধিমান, কার্যকর ও নিরাপদ। শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, এই মডেলকে ঘিরে তৈরি হয়েছে বিপুল আগ্রহ, আলোচনার পাশাপাশি কিছু সমালোচনাও।

জিপিটি-৫: আগের চেয়ে অনেক বেশি স্মার্ট
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান একে চ্যাটজিপিটির নতুন যুগের সূচনা বলে অভিহিত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জিপিটি-৫ হচ্ছে এমন একটি মাইলফলক, যা আগের মডেলগুলোর তুলনায় আরও স্মার্ট, দ্রুত এবং বাস্তব-বান্ধব।

প্রতিষ্ঠানটির দাবি, “জিপিটি-৫ কোডিং ও লেখার ক্ষেত্রে পিএইচডি স্তরের দক্ষতা প্রদর্শন করতে সক্ষম।”

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তি বিশ্লেষণ, বাস্তবতা যাচাই এবং ব্যবহারকারীর প্রশ্ন বোঝার দিক থেকে জিপিটি-৫ অনেক বেশি উন্নত।

হ্যালুসিনেশন কমেছে, যুক্তির বিশ্লেষণে বড় অগ্রগতি
আগের জিপিটি সংস্করণগুলোর অন্যতম সমালোচনার জায়গা ছিল ভুল তথ্য দেওয়া (হ্যালুসিনেশন)। জিপিটি-৫ এই সমস্যাকে অনেকাংশে কাটিয়ে উঠেছে। জিপিটি-৩.৫ সংস্করণের তুলনায় ভুল তথ্য দেওয়ার হার কমেছে ৬৫%। জিপিটি-৪ সংস্করণের তুলনায় কমেছে ২৬%। ৫ হাজার ঘণ্টার বেশি সময় ধরে বাইরের বিশেষজ্ঞদের মাধ্যমে টেস্টিং করা হয়েছে

এখন যদি মডেল কোনো বিষয়ে নিশ্চিত না হয়, তাহলে ভুল তথ্য না দিয়ে স্বীকার করে নেয় যে বিষয়টি তার অজানা। এ দিক থেকে এটি ব্যবহারকারীদের কাছে আরও নির্ভরযোগ্য।

 তিনটি সংস্করণে পাওয়া যাবে জিপিটি-৫
জিপিটি-৫ মডেলটি তিনটি সংস্করণে উন্মুক্ত করা হয়েছে। সেগুলো হলো-জিপিটি-৫ (পূর্ণাঙ্গ), জিপিটি-৫ মিনি (হালকা ভার্সন), জিপিটি-৫ ন্যানো (সুপার লাইট ও মোবাইল-ফ্রেন্ডলি)। জিপিটি-৫ ও জিপিটি-৫ মিনি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারযোগ্য। জিপিটি-৫ প্রো মাসিক সাবস্ক্রিপশন ফি ২০০ ডলার দিতে হবে। প্রিমিয়াম সংস্করণে থাকছে উন্নত পারফরম্যান্স, দ্রুত প্রতিক্রিয়া এবং এক্সক্লুসিভ ফিচার।

 সব ওপেনএআই সেবায় জিপিটি-৫ একীভূত
জিপিটি-৫ এখন ওপেনএআই-এর সব সেবায় একীভূত হয়েছে। অর্থাৎ, আপনি একই মডেল ব্যবহার করে নিচের কাজগুলো করতে পারবেন। যেমন, যুক্তি বিশ্লেষণ, ছবি তৈরি, ওয়েব ব্রাউজিং, ভয়েস ইনপুট/আউটপুট মোডে কথোপকথন। এটা ওপেনএআই-এর  একই প্ল্যাটফর্ম, সব ফিচার নীতিকে আরও মজবুত করেছে।

কোডিংয়ে পিএইচডি স্তরের দক্ষতা
জিপিটি-৫ কোডিংয়ের ক্ষেত্রে এখন আগের যেকোনো মডেলের তুলনায় বেশি কার্যকর। এর মধ্যেই জটিল প্রোগ্রামিং সমস্যার সমাধান করছে কম সময়ে। টেক্সট প্রম্পট দিয়ে মাত্র এক মিনিটে ইন্টারঅ্যাকটিভ অ্যাপ তৈরি করতে পারছে।  কোডের বাগ শনাক্ত ও সমাধানে নিজস্ব পরামর্শ দিচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, ডেভেলপার এবং প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য এটি এক বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

মাইক্রোসফট ও গুগল ইন্টিগ্রেশন: ভবিষ্যতের প্রস্তুতি
জিপিটি-৫ নিয়ে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে টেক জায়ান্টরাও। মাইক্রোসফট তাদের বিভিন্ন প্রোডাক্টে (যেমন, কোপাইলট, অ্যাজুরে এআই) জিপিটি-৫ একীভূত করছে। গুগল জানিয়েছে, প্রো সংস্করণ ব্যবহারকারীরা জিমেইল, গুগল সার্চ ও ক্যালেন্ডারে সরাসরি জিপিটি-৫ ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে এসব সুবিধা নন-প্রো ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করা হবে। সূত্র: ওপেনএআই ডটকম, টেকক্রাঞ্চ, দ্য ভার্জ, নিউজ১৮, বিবিসি।

 

 

সূত্র: 

image

আপনার মতামত দিন