বিশ্বের বিভিন্ন সম্প্রদায়কে এআই বিষয়ে প্রশিক্ষণ দিতে চান সুন্দর পিচাই

প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক (এআই) শিক্ষা ও প্রশিক্ষণের জন্য ১২ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাই। সম্প্রতি জাতিসংঘের ফিউচার সামিটে তিনি এ ঘোষণা দেন।

সাম্প্রতিক বছরগুলোয় বিশ্বব্যাপী এআইয়ের ব্যাপক বিস্তার হয়েছে। কিন্তু ব্যবহারকারীদের দক্ষতা সমান না হওয়ায় সব ক্ষেত্রে এআই পরিষেবা পাওয়ার সাফল্য সমান নয়। এমন অবস্থায় বিশ্বজুড়ে এআই বিভাজন বাড়ছে।

সম্মেলনে সুন্দর পিচাই বলেন, ‘আমরা বৈশ্বিক এআই বিভাজন এড়াতে চাই। এ লক্ষ্যে ১২ কোটি ডলারের গ্লোবাল এআই অপরচুনিটি ফান্ড গঠন করছে গুগল। এর মাধ্যমে স্থানীয় অলাভজনক প্রতিষ্ঠান ও এনজিওর সহযোগিতায় বিশ্বের বিভিন্ন সম্প্রদায়কে এআই বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করা হবে।’

এআইকে এযাবতকালের সবচেয়ে রূপান্তরমূলক প্রযুক্তি হিসেবে আখ্যা দেন সুন্দর পিচাই। এআই কীভাবে টেকসই উন্নয়নের সুযোগ তৈরি করেছে তা তুলে ধরে তিনি বলেন, ‘এ প্রযুক্তি মানুষকে নিজস্ব ভাষায় তথ্যে প্রবেশাধিকার পেতে সহায়তা করছে। বৈজ্ঞানিক আবিষ্কারেও গতি দিয়েছে। এছাড়া জলবায়ু বিপর্যয় শনাক্তকরণ ও সতর্কতা প্রদান এবং অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করছে।’

তবে জলবায়ুর ওপর এআইয়ের প্রভাব নিয়ে আলোচনা না করলেও এর মাধ্যমে সৃষ্ট ঝুঁকির বিষয়টি স্বীকার করেন সুন্দর পিচাই। তিনি বলেন, ‘ডিপফেকের মতো বিষয়গুলো এআইয়ের অগ্রযাত্রার জন্য হুমকি হয়ে উঠছে।’

বিশ্বের বিভিন্ন দেশ নিজস্ব শিল্প ও প্রযুক্তি সুরক্ষায় অন্য দেশের প্রযুক্তি বা পণ্য গ্রহণে সীমাবদ্ধতা আরোপ করছে। সুন্দর পিচাই এ ধরনের সুরক্ষাবাদ নীতির সমালোচনা করেন। তিনি বলেন, ‘এ নীতি প্রতিরোধ করা না গেলে সামনের দিন এআই বিভাজন আরো বাড়বে এবং এর সুবিধাগুলো সংকুচিত হয়ে পড়বে।’

তিনি এআইয়ের ক্ষতিকর প্রভাব হ্রাস ও বিশ্বজুড়ে সুরক্ষাবাদ নীতি প্রতিহত করতে বুদ্ধিদীপ্ত উপায়ে বাজার নিয়ন্ত্রণের আহ্বান জানান। সূত্র: টেকক্র্যাঞ্চ।
image

আপনার মতামত দিন