বিওয়াইডির সুপার ই-প্ল্যাটফর্ম: নতুন যুগে চার্জিং প্রযুক্তি

প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক যানবাহন (ইভি) নির্মাতা বিওয়াইডি তাদের সর্বাধুনিক সুপার-চার্জিং প্রযুক্তি উন্মোচন করেছে, যা বৈদ্যুতিক গাড়ির চার্জিং ব্যবস্থায় বিপ্লব আনতে পারে। নতুন এই প্রযুক্তির মাধ্যমে মাত্র পাঁচ মিনিটের চার্জেই গাড়ি ৪০০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম হবে। প্রতিষ্ঠানটি চীনের বিভিন্ন অঞ্চলে নিজেদের উচ্চগতির চার্জিং নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনাও জানিয়েছে।

সুপার ই-প্ল্যাটফর্ম: নতুন যুগের চার্জিং প্রযুক্তি
বিওয়াইডির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ওয়াং চুয়ানফু জানিয়েছেন যে নতুন "সুপার ই-প্ল্যাটফর্ম" সর্বোচ্চ ১,০০০ কিলোওয়াট ক্ষমতার চার্জিং গতি প্রদান করবে। এটি বর্তমান বাজারের অন্যতম দ্রুততম চার্জিং প্রযুক্তি, যা টেসলার ৫০০ কিলোওয়াট সুপারচার্জারের চেয়েও দ্বিগুণ দ্রুত। ফলে, বৈদ্যুতিক গাড়ির চার্জিং সংক্রান্ত উদ্বেগ কমে যাবে এবং ব্যবহারকারীরা আরও স্বাচ্ছন্দ্যে EV গ্রহণ করতে উৎসাহিত হবেন।

প্রাথমিকভাবে দুটি মডেলে প্রযুক্তির ব্যবহার
প্রথম পর্যায়ে এই অত্যাধুনিক চার্জিং প্রযুক্তি দুটি মডেলে ব্যবহার করা হবে— হান এল সেডান ও ট্যাং এল এসইউভি। এসব মডেলের প্রারম্ভিক মূল্য ২,৭০,০০০ ইউয়ান (প্রায় ৩৭,৫০০ মার্কিন ডলার) থেকে শুরু হবে।

চার্জিং অবকাঠামো বিস্তারের পরিকল্পনা

বিওয়াইডি তাদের উচ্চক্ষমতাসম্পন্ন চার্জিং স্টেশন নেটওয়ার্ককে দ্রুত বিস্তৃত করার লক্ষ্যে ৪,০০০-এর বেশি অতিদ্রুত চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনা করেছে। তবে এই প্রকল্প বাস্তবায়নে কত সময় লাগবে বা বিনিয়োগের পরিমাণ কত হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

বাজার সম্প্রসারণ ও বিক্রয় লক্ষ্যমাত্রা

২০২৪ সালে বিওয়াইডি ৪.২ মিলিয়ন বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছিল, যা বৈদ্যুতিক গাড়ি বাজারে তাদের শীর্ষস্থান নিশ্চিত করেছে। ২০২৫ সালের মধ্যে কোম্পানিটি ৫-৬ মিলিয়ন গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা বৈদ্যুতিক যানবাহন শিল্পে তাদের আরও দৃঢ় অবস্থান তৈরি করতে সহায়তা করবে।

বিশ্লেষকদের মতে, এই নতুন সুপার-চার্জিং প্রযুক্তি বৈদ্যুতিক গাড়ির প্রতি গ্রাহকদের আস্থা আরও বাড়াবে এবং দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে চার্জিং সংক্রান্ত সীমাবদ্ধতা কমিয়ে দেবে। এতে বৈদ্যুতিক যানবাহনের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠবে। সূত্র: রয়টার্স
image

আপনার মতামত দিন