জেমিনির নতুন ফিচারে গুগলের এআই জাদু 

প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘জেমিনি’ এবার নিয়ে এলো এক যুগান্তকারী ফিচার-শুধু একটি ছবি দিয়েই তৈরি করা যাবে আট সেকেন্ডের ভিডিও, তাও আবার শব্দসহ। এই সুবিধাটি এসেছে গুগলের উন্নত ভিডিও মডেল ‘ভিও ৩ (Veo 3)’ এর মাধ্যমে। শুধু ছবি নয়, ছবি সম্পর্কে লেখা বর্ণনা এবং শব্দ-সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী এটি লাইভ মোশন ভিডিও তৈরি করতে সক্ষম।
 
কীভাবে কাজ করে এই ফিচার?

বর্তমানে এই ফিচারটি Google AI Ultra ও Pro সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য কিছু নির্দিষ্ট অঞ্চলে চালু হয়েছে এবং শুধু জেমিনির ওয়েব সংস্করণে ব্যবহারের সুযোগ মিলছে। তবে গুগল জানিয়েছে, খুব শিগগিরই এটি মোবাইল সংস্করণেও যুক্ত হবে।

জেমিনিতে ফিচারটি ব্যবহারের জন্য:

>> প্রম্পট বারের ‘Tools’ অপশন-এ ক্লিক করতে হবে

>>সেখান থেকে ‘Video’ সিলেক্ট করে ছবি আপলোড করতে হবে।

এরপর লিখে দিতে হবে নির্দেশনা-যেমন, ছবিতে কী ধরনের নড়াচড়া হবে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা কথোপকথন থাকবে কি না ইত্যাদি।

এই ভিডিওগুলো MP4 ফরম্যাটে, ১৬:৯ ল্যান্ডস্কেপ রেশিওতে এবং 720p রেজোল্যুশনে ডাউনলোড করা যাবে। প্রতিটি ভিডিওতে থাকবে একটি দৃশ্যমান এবং একটি অদৃশ্য ‘SynthID’ ওয়াটারমার্ক, যা নিশ্চিত করবে যে এটি একটি এআই-জেনারেটেড কনটেন্ট।

 কোথায় কাজে লাগবে?
গুগলের মতে, নতুন এই ভিডিও টুল দিয়ে:

>> নিজের আঁকা ছবি জীবন্ত করা,

>>দৈনন্দিন জিনিসপত্রে অ্যানিমেশন যোগ করা,

>>প্রকৃতির দৃশ্যে গতি আনা-এমন অনেক কিছুই সম্ভব।

 ‘ফ্লো’ টুল এখন ৭৫টি দেশে
উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের মার্চে গুগল চালু করেছিল ‘Flow’ নামের একটি জেনারেটিভ ফিল্মমেকিং টুল, যা দিয়ে একইভাবে ছবি থেকে ভিডিও তৈরি করা যেত। তবে এবার সেই কাজটি করা যাবে সরাসরি জেমিনির মাধ্যমেই-আলাদা কোনো অ্যাপ ব্যবহার না করেই।

গুগলের জেমিনি এআই এখন শুধু প্রশ্নের উত্তর দেয় না-ছবি থেকে গল্প বলতেও পারে! ভবিষ্যতের কনটেন্ট ক্রিয়েশন আরও সহজ, প্রাণবন্ত এবং ব্যক্তিগত হয়ে উঠছে-এতে সন্দেহ নেই। সূত্র: দ্য ভার্জ

image

আপনার মতামত দিন