চ্যাটজিপিটিতে চালু হলো অনলাইন কেনাকাটার নতুন সুবিধা

প্রকাশ: বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটি এখন শুধু প্রশ্নের উত্তর দেয় না। এটি ছবি তৈরি করে, কবিতা, নিবন্ধ ও ই-মেইলের খসড়া লিখেও দিতে পারে। এবার চ্যাটজিপিটিতে নতুন অনলাইন কেনাকাটার সুবিধা চালু করেছে ওপেনএআই। কৃত্রিম বুদ্ধিমত্তার এই চ্যাটবট এখন আরও বেশি ব্যবহারকারীর দৈনন্দিন কাজ সহজ করবে।

‘ইনস্ট্যান্ট চেকআউট’ সুবিধা কী?
এ নতুন সুবিধার নাম ‘ইনস্ট্যান্ট চেকআউট’। এর মাধ্যমে ব্যবহারকারীরা অন্য কোনো ওয়েবসাইটে যাওয়া ছাড়াই সরাসরি চ্যাটজিপিটির মধ্যে থেকে পণ্য কিনতে পারবেন। এর ফলে সময় বাঁচবে এবং কেনাকাটার প্রক্রিয়া হবে আরও স্বচ্ছন্দ।

কোথায় চালু হলো এই সুবিধা?
এখন শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন। প্রাথমিকভাবে নির্বাচিত কিছু বিক্রেতা ও প্রতিষ্ঠানই অংশ নিচ্ছে। ধীরে ধীরে অন্যান্য দেশেও এই সুবিধা আসার সম্ভাবনা রয়েছে।

কেন আগে আলাদা ওয়েবসাইটে যেতে হতো?
আগে চ্যাটজিপিটিতে পণ্য খুঁজে পাওয়া যেতো। কিন্তু কেনার জন্য ব্যবহারকারীদের আলাদা ওয়েবসাইটে যেতে হতো। এখন আর তা লাগবে না। এই পরিবর্তন অনলাইন শপিংয়ের অভিজ্ঞতাকে আরও সহজ ও একক প্ল্যাটফর্মে পরিণত করবে।

নতুন সুবিধার কিছু সীমাবদ্ধতা
একবারে শুধু একটি পণ্য কেনা যাবে। বড় বড় প্রতিষ্ঠান যেমন অ্যামাজন বা ওয়ালমার্ট এখনো এই উদ্যোগে যুক্ত হয়নি। এই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, এটি অনলাইন কেনাকাটায় নতুন দিক খুলে দিচ্ছে।

ব্যবসায়ীদের জন্য সুযোগ
ব্যবসায়ীরা সহজে তাদের পণ্য চ্যাটজিপিটিতে যুক্ত করতে পারবে। এতে ব্যবসায়িক সুযোগও বাড়বে। ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য এটি বড় ধরনের প্ল্যাটফর্ম হতে পারে।

ওপেনএআইয়ের পরিকল্পনা
এ উদ্যোগ চ্যাটজিপিটির ব্যবহার আরও বাড়ানোর অংশ। এর আগে পণ্য অনুসন্ধান ও সুপারিশের সুবিধা চালু করেছিল প্রতিষ্ঠানটি। ওপেনএআই ক্রমশ চ্যাটজিপিটিকে বহুমুখী ও দরকারী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কেন এই সুবিধা জরুরি?
ওপেনএআইয়ের বাণিজ্য বিভাগের প্রধান মিশেল ফ্রাডিন বলেন, ১০ জন ব্যবহারকারীর অন্তত ১ জন কেনাকাটায় আগ্রহ দেখান। তাদের জন্য সরাসরি কেনাকাটার সুবিধা দেওয়া যৌক্তিক। ব্যবহারকারীর চাহিদা বুঝে সুবিধা দেয়ায় প্রযুক্তির গ্রহণযোগ্যতা বাড়ে। 

নতুন ‘ইনস্ট্যান্ট চেকআউট’ সুবিধা চ্যাটজিপিটিকে শুধু তথ্য ও সেবা দেয়ার প্ল্যাটফর্ম থেকে সরাসরি কেনাকাটার সুবিধাসম্পন্ন এক প্ল্যাটফর্মে পরিণত করছে। এটি ভবিষ্যতে অনলাইন শপিংয়ে একটি গুরুত্বপূর্ণ বিপ্লব ঘটাতে পারে। সূত্র: টেকলুসিভ

image

আপনার মতামত দিন