যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা এনভিডিয়া এআই পারসোনাল সুপারকম্পিউটারের নতুন লাইনআপ ঘোষণা করেছে।
কোম্পানিটির নতুন চিপ প্লাটফর্ম গ্রেস ব্ল্যাকওয়েলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এসব কম্পিউটার।
সম্প্রতি এনভিডিয়া আয়োজিত বার্ষিক প্রযুক্তি সম্মেলন জিটিসি ২০২৫-এ প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং দুটি নতুন কম্পিউটার মডেল উন্মোচন করেন। নতুন কম্পিউটার দুটি হলো- ডিজিএক্স স্পার্ক ও ডিজিএক্স স্টেশন।
নতুন কম্পিউটারগুলো ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরনের এআই মডেল তৈরি, পরীক্ষা ও ব্যবহারের সুযোগ করে দেবে। সূত্র: টেকক্রাঞ্চ