এআইকে পুরোপুরি বিশ্বাস না করার পরামর্শ পিচাইয়ের

প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যতই উন্নত হোক, এর দেওয়া তথ্যকে চোখ বন্ধ করে বিশ্বাস করা কখনোই নিরাপদ নয়, এমন সতর্কবার্তাই দিয়েছেন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এআই এখনো ভুল করে 
পিচাই বলেন, এআই মডেলগুলো স্বভাবগতভাবে ভুল করার ঝুঁকি বহন করে। তাই যেকোনো এআই প্ল্যাটফর্মের তথ্য গ্রহণের আগে অন্যান্য উৎসে যাচাই করা জরুরি।
তার ভাষায়, ‘এই কারণেই মানুষ এখনো গুগল সার্চ ব্যবহার করে-আমাদের আরও কিছু পণ্য আছে যেগুলো সঠিক তথ্য দিতে বেশি নির্ভরযোগ্য।’

তিনি মনে করেন, এআই টুলস সৃজনশীল লেখালেখির ক্ষেত্রে অত্যন্ত কার্যকর হলেও এদের সীমাবদ্ধতা মাথায় রেখে ব্যবহার করা উচিত। কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস করা যাবে না।

এআই নিরাপত্তায় বিনিয়োগ বাড়াচ্ছে গুগল
পিচাই জানান, এআই-এর দ্রুত অগ্রগতি এবং এর ঝুঁকি কমাতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থার সমন্বয় করাই এখন বড় চ্যালেঞ্জ। অ্যালফাবেটকে একই সঙ্গে “সাহসী ও দায়িত্বশীল” হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, গুগল এখন এআই নিরাপত্তায় উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ বাড়িয়েছে।

উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘গুগল এমন প্রযুক্তি ওপেন সোর্স করছে, যা দিয়ে বোঝা সম্ভব কোনো ছবি এআই-এর তৈরি কি না।’

জেমিনি ৩.০ উন্মোচন ও সার্চে এআই মোড
প্রযুক্তি মহলে গুগলের নতুন এআই মডেল জেমিনি ৩.০ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ইতোমধ্যে এই মডেল চ্যাটজিপিটির কাছ থেকে হারানো বাজারের অংশ পুনরুদ্ধার করা শুরু করেছে।

এ বছরের মে মাসে গুগল সার্চে চালু করা হয় ‘এআই মোড’, যেখানে ব্যবহারকারীরা যেন কোনো বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছেন—এমন অভিজ্ঞতা দিতে জেমিনি চ্যাটবটকে যুক্ত করা হয়েছে। পিচাইয়ের মতে, এটি সার্চে এআই রূপান্তরের নতুন ধাপ।

এআই চ্যাটবটের ভুলসংক্ষেপ সংক্রান্ত গবেষণা
এ বছরের শুরুতে বিবিসির একটি গবেষণায় দেখা যায়, সংবাদ-সংক্ষেপণের ক্ষেত্রে চ্যাটজিপিটি, মাইক্রোসফট কোপাইলট, গুগল জেমিনি ও পারপ্লেক্সিটি সব এআই টুলই ভুল তথ্য দিয়েছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, এআই–এর দেওয়া উত্তরে “উল্লেখযোগ্য ভুলত্রুটি” ছিল। এ কারণে পিচাই বারবার জোর দিয়ে বলেন, এআই এর উত্তর সব সময় যাচাই করে নেওয়া উচিত।

ইলন মাস্কের অভিযোগের জবাব
ইলন মাস্ক একসময় দাবি করেছিলেন, গুগল–নিয়ন্ত্রিত ডিপমাইন্ড এআই–নির্ভর এক ধরনের “স্বৈরতন্ত্র” তৈরি করতে পারে। এ বিষয়ে প্রশ্ন করা হলে পিচাই বলেন, “এত শক্তিশালী প্রযুক্তির মালিকানা কোনো একক কোম্পানির হাতে থাকা উচিত নয়।”

তিনি আরও বলেন, বর্তমানে বহু কোম্পানি এআই তৈরি করছে, তাই একচেটিয়া নিয়ন্ত্রণের শঙ্কা কম।

সুন্দর পিচাইয়ের বক্তব্য মূলত একটি গুরুত্বপূর্ণ বাস্তবতাকে সামনে আনে-এআই যত শক্তিশালীই হোক, এটি এখনো মানুষের সহায়ক প্রযুক্তি, বিকল্প নয়। তাই তথ্য যাচাই, দায়িত্বশীল ব্যবহার এবং ঝুঁকিগুলো বোঝা ছাড়া ভবিষ্যতের এআই–নির্ভর বিশ্ব নিরাপদ হবে না। সূত্র: বিবিসি নিউজ

 

image

আপনার মতামত দিন