একসময় মাইক্রোসফটকে খেয়ে ফেলবে ওপেনএআই, বললেন ইলন মাস্ক 

প্রকাশ: শনিবার, ০৯ অগাস্ট, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

টেক দুনিয়ায় শুরু হয়েছে এক নতুন অধ্যায় মাইক্রোসফট বনাম ইলন মাস্ক। মাইক্রোসফট যখন ঘোষণা দিলো, জিপিটি-৫ এখন থেকে তাদের সকল প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত, তখনই হঠাৎ সামনে এলেন  টেক জায়ান্ট ইলন মাস্ক। হুশিয়ারি দিয়ে জানালেন, ‘ওপেনএআই একসময় মাইক্রোসফটকে খেয়ে ফেলবে’। প্রশ্ন হচ্ছে, এ মন্তব্য শুধু প্রতিদ্বন্দ্বীতা, না কি আরও গভীর কিছু?

মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা বৃহস্পতিবার এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানান, জিপিটি-৫ এখন থেকে মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট, গিটহাব কোপাইলট এবং অন্যান্য প্ল্যাটফর্মে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। 

তার ভাষায়, ‘জিপিটি-৫ যুক্তিপ্রয়োগ, কোডিং এবং কথোপকথনে নতুন উচ্চতায় পৌঁছেছে। এই মডেল মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম অ্যাজিউর-এ প্রশিক্ষিত।’

নাদেলা উল্লেখ করেন, মাত্র আড়াই বছর আগেই রেডমন্ডে স্যাম অল্টম্যানের সঙ্গে মিলে তারা জিপিটি-৪ উন্মোচন করেছিলেন। এরপর থেকে এআই প্রযুক্তির যে অভাবনীয় অগ্রগতি হয়েছে, তাতে তিনি অভিভূত।

এতেই ইলন মাস্কের কটাক্ষ। পোস্টটি রিটুইট করে তিনি লেখেন, ‘ওপেনএআই মাইক্রোসফটকে জ্যান্ত খেয়ে ফেলবে।’ এটি শুধু একটি মন্তব্য নয়, বরং তার আগের অভিযোগেরই ধারাবাহিকতা। তিনি দাবি করেন, ওপেনএআই একটি বন্ধু সংস্থা থেকে একটি বাণিজ্যিক মডেলে রূপ নিয়েছে, এবং মাইক্রোসফটের দখলে চলে যাচ্ছে।

নাদেলার পাল্টা প্রতিক্রিয়া
মাস্কের এই মন্তব্যকে নাদেলা বেশ হালকাভাবে নেন। তার উত্তরে তিনি বলেন, ‘মানুষ ৫০ বছর ধরে চেষ্টা করছে, আর সেটাই তো মজার ‍বিষয়। প্রতিদিন নতুন কিছু শেখা, উদ্ভাবন, অংশীদারি ও প্রতিযোগিতা, সবই এই মজার অংশ।’

নাদেলা এরপর ইঙ্গিত করেন যে, তিনি মাস্কের গ্রোক এআই নিয়েও আগ্রহী। তিনি বলেন, ‘আমি অ্যাজিউরে গ্রোক-৪ নিয়ে উচ্ছ্বসিত এবং গ্রোক-৫-এর অপেক্ষায়।’

কার্সর এআই-এর মন্তব্য ও মাস্কের দাবি
অন্যদিকে, জনপ্রিয় কোড এডিটর কার্সর এআই জানিয়েছে, তারা এখন জিপিটি-৫ ব্যবহার করছে এবং এটিকে তাদের পরীক্ষিত সবচেয়ে বুদ্ধিমান কোডিং এআই হিসেবে আখ্যা দিয়েছে। তবে মাস্ক এখনো জোর দিয়ে বলছেন, গ্রোক-৪-ই বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই মডেল। সূত্র: দ্য ভার্জ, ইন্ডিয়া টুডে, এনডিটিভি

image

আপনার মতামত দিন