একটি ভিন্ন দৃষ্টিভঙ্গির প্ল্যাটফর্ম প্যারালাল ওয়েব সিস্টেমস

প্রকাশ: সোমবার, ১৮ অগাস্ট, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

সব হারিয়ে যাওয়ার পরও ফিরে আসার একটা গল্প থাকে। ২০২২ সালে যখন ইলন মাস্ক টুইটার কেনার পরপরই পরাগ আগরওয়ালকে সিইও পদ থেকে বরখাস্ত করেন, তখন অনেকেই ভেবেছিলেন, হয়তো এখানেই শেষ। কিন্তু এক বছর পর, তিনি প্রমাণ করলেন এটাই ছিল নতুন শুরু। ২০২৩ সালে তিনি প্রতিষ্ঠা করেন প্যারালাল ওয়েব সিস্টেমস, যেখানে তাঁর লক্ষ্য একটাই, এআই প্রযুক্তিকে গবেষণার নতুন দিগন্তে নিয়ে যাওয়া।

একটি ভিন্ন দৃষ্টিভঙ্গির প্ল্যাটফর্ম
প্যারালাল এমন একটি ক্লাউডভিত্তিক প্ল্যাটফর্ম, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-কে ব্যবহার করে বড় পরিসরে অনলাইন গবেষণা পরিচালনায় সহায়তা করে। পরাগ আগরওয়ালের ভাষায়, প্রতিষ্ঠানটি প্রতিদিন লক্ষ লক্ষ গবেষণা কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে এবং বিভিন্ন স্টার্টআপ ও পাবলিক এন্টারপ্রাইজ এই প্ল্যাটফর্মের ওপর নির্ভর করছে।

বর্তমানে পালো আল্টো ভিত্তিক ২৫ সদস্যের এক শক্তিশালী দল নিয়ে কাজ করছে প্যারালাল। প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই পেয়েছে ৩০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ, যার পেছনে রয়েছে খোসলা ভেঞ্চারস, ফার্স্ট রাউন্ড ক্যাপিটাল এবং ইনডেক্স ভেঞ্চারস-এর মতো প্রভাবশালী বিনিয়োগকারী।

 ডিপ রিসার্চ এপিআই, এআই মডেল পরীক্ষার নতুন দিগন্ত
সম্প্রতি প্যারালাল তাদের বহুল প্রতীক্ষিত ডিপ রিসার্চ এপিআই চালু করেছে, যা মানুষ ও শীর্ষ এআই মডেল, যেমন জিপিটি-৫-কে জটিল প্রশ্ন এবং মানদণ্ডে পরীক্ষা ও মূল্যায়নের সুযোগ দিচ্ছে। এই এপিআই মূলত গবেষণা ও তথ্য বিশ্লেষণের জটিল কাজকে অনেক সহজ ও কার্যকর করে তোলে।

ভবিষ্যতের লক্ষ্য, প্রোগ্রাম্যাটিক ওয়েব
প্যারালালের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো একটি প্রোগ্রাম্যাটিক ওয়েব গড়ে তোলা।একটি এমন ইকোসিস্টেম, যেখানে এআই স্বয়ংক্রিয়ভাবে ওয়েব থেকে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ করতে পারবে। এতে করে কেবল গবেষণা নয়, বরং ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এআই ভিত্তিক অন্তর্দৃষ্টি তৈরি হবে দ্রুত ও নির্ভুলভাবে।

পরাগ আগরওয়াল হয়তো এখন আর টুইটারের সামনে নেই, কিন্তু প্রযুক্তির কেন্দ্রবিন্দু থেকে তিনি সরে যাননি। বরং, প্যারালালের মতো উদ্যোগের মাধ্যমে তিনি তৈরি করছেন এআই এবং ওয়েব রিসার্চের এক ভবিষ্যৎপথ, যেখানে তথ্য থাকবে শুধু একটি ক্লিক নয়, একটি বুদ্ধিমান সিদ্ধান্তের হাতের নাগালে। সূত্র: এনডিটিভি, দ্য ইকোনমি টাইমস

image

আপনার মতামত দিন