বর্তমান সময়ে অনলাইন ডেটিং অ্যাপগুলো অনেক নারীর জন্য একপ্রকার বিকল্প যোগাযোগের প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। বিশেষত, নারী-কেন্দ্রিক নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করা অ্যাপগুলো নিয়ে ব্যবহারকারীদের মধ্যে আশাবাদ ছিল বেশি। কিন্তু সাম্প্রতিক এক ঘটনায় দেখা গেল, সেই নিরাপত্তার বিষয়টি তেমন জোরদার ছিল না।
‘টি’ নামের এক নারী-কেন্দ্রিক ডেটিং অ্যাপে বড় ধরনের সাইবার হামলা হয়েছে। এই হামলায় হ্যাকাররা অ্যাপের সার্ভার থেকে ৭২ হাজারেরও বেশি ছবি হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে ব্যবহারকারীদের ব্যক্তিগত সেলফি, জাতীয় পরিচয়পত্র (আইডি), এবং মেসেজ, পোস্ট ও মন্তব্যের স্ক্রিনশট।
কী ধরনের তথ্য ফাঁস হয়েছে?
>> ১৩ হাজার-এর বেশি সেলফি ও আইডি কার্ডের ছবি
>> ৫৯ হাজার পোস্ট, কমেন্ট ও চ্যাটের স্ক্রিনশট
>> ব্যবহারকারীর ইমেইল বা ফোন নম্বর ফাঁস হয়নি বলে দাবি।
টি অ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু ২০২৪ সালের ফেব্রুয়ারির আগের ব্যবহারকারীরাই এই হামলার শিকার হয়েছেন। এছাড়া তারা জানিয়েছে, ঘটনাটি চিহ্নিত করার পর দ্রুত তৃতীয় পক্ষের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কে বা কারা জড়িত?
তথ্য ফাঁসের খবর ছড়িয়ে পড়ার পর ৪০৪ মিডিয়ার একটি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ৪চ্যান (4chan) নামের বিতর্কিত একটি ফোরামের কিছু ব্যবহারকারী এসব তথ্য অনলাইনে শেয়ার করছে বলে দাবি উঠেছে।
ভাইরাল হলেও নিরাপদ নয়?
এমন একটি ঘটনায় অনেকেই আশ্চর্য হচ্ছেন, কারণ এই অ্যাপটি সম্প্রতি অ্যাপ স্টোরের ফ্রি ক্যাটাগরিতে শীর্ষস্থান ধরে রেখেছে। যদিও জনপ্রিয়তা বাড়লেও, সাইবার নিরাপত্তা নিশ্চিত না হলে সেটি মারাত্মক ঝুঁকি ডেকে আনতে পারে, যার বাস্তব উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এই ঘটনা।
কেন বিষয়টি উদ্বেগজনক?
এই ঘটনার প্রেক্ষিতে, কিছু গুরুতর প্রশ্ন সামনে এসেছে। যেমন, নারীদের তথাকথিত “নিরাপদ” প্ল্যাটফর্ম আসলেই কতটা নিরাপদ? অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য জমা দেওয়া তথ্যগুলো কীভাবে সংরক্ষিত হয়? ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবিগুলো কারা দেখতে পাচ্ছে?
এই পরিস্থিতিতে করণীয় কি?
>> যদি আপনি ফেব্রুয়ারির আগের ব্যবহারকারী হয়ে থাকেন, দ্রুত অ্যাকাউন্ট ডিলিট বা তথ্য আপডেট করুন।
>> অ্যাপে দেওয়া আইডি ডকুমেন্টের কপি থাকলে সেটি প্রত্যাহারের অনুরোধ জানান।
>> নিজের ছবি বা তথ্য কোথাও শেয়ার হয়েছে কিনা তা রিভার্স ইমেজ সার্চ দিয়ে খুঁজে দেখতে পারেন।
>> ভবিষ্যতে এই ধরনের অ্যাপে ব্যবহার শুরুর আগে প্রাইভেসি পলিসি ও ডেটা সিকিউরিটি নিয়মাবলি যাচাই করুন।
নারীদের জন্য তৈরি একটি অ্যাপেই এভাবে নিরাপত্তা ভঙ্গের ঘটনা প্রমাণ করে যে, অনলাইনে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা কোনো অ্যাপের ব্র্যান্ডিংয়ের ওপর নয়, প্রযুক্তিগত প্রস্তুতি ও নীতির ওপর নির্ভর করে। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের কথা চিন্তা করে বলা যায়, শুধু নিরাপদ প্ল্যাটফর্ম নয়, সুরক্ষিত ডিজিটাল আচরণও এখন সময়ের দাবি। সূত্র: টেকক্রাঞ্চ।