আগামী বছরের জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপে আর চ্যাটজিপিটির সেবা পাওয়া যাবে না। মেটার নবঘোষিত নীতিমালার কারণে ওপেনএআই বাধ্য হয়েছে প্ল্যাটফর্মটিতে সেবা বন্ধ করতে।
হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই-তে সাধারণ উদ্দেশ্যের এআই চ্যাটবট নিষিদ্ধ করা হয়েছে, যা সরাসরি প্রভাব ফেলবে বিশ্বজুড়ে প্রায় পাঁচ কোটি চ্যাটজিপিটি ব্যবহারকারীর ওপর।
মেটা জানিয়েছে, এআই চ্যাটবট ব্যবহারের কারণে বার্তা আদান–প্রদানের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা সার্ভারে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে এবং পরিচালনাগত জটিলতা তৈরি করছে। সে কারণে ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে এই ধরনের এআই চ্যাটবট পুরোপুরি নিষিদ্ধ হবে, এবং কেবলমাত্র গ্রাহকসেবা-কেন্দ্রিক বিশেষায়িত এআই টুলগুলো সক্রিয় থাকবে।
ওপেনএআই-এর প্রতিক্রিয়া: ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট সংরক্ষণ ব্যবস্থা
মেটার নতুন নিয়মের কারণে হোয়াটসঅ্যাপে সেবা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ওপেনএআই। তারা জানিয়েছে, ব্যবহারকারীদের জন্য পরিবর্তনটি যেন সহজ ও স্বচ্ছ হয়, সে জন্য নতুন চ্যাট সংরক্ষণ পদ্ধতি চালু করা হয়েছে। যদিও হোয়াটসঅ্যাপ থেকে চ্যাটজিপিটির চ্যাট হিস্ট্রি সরাসরি এক্সপোর্ট করার সুযোগ নেই, তবে ব্যবহারকারীরা নিজেদের হোয়াটসঅ্যাপ নম্বর চ্যাটজিপিটি অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে পারবেন।
এতে হোয়াটসঅ্যাপের পুরোনো সব কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে চ্যাটজিপিটি অ্যাপের হিস্টরি সেকশনে সংরক্ষিত থাকবে। এজন্য ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড, আইওএস বা কম্পিউটারের জন্য চ্যাটজিপিটি অ্যাপ ডাউনলোড করতে হবে অথবা chat.openai.com-এ গিয়ে লগইন করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপের অফিসিয়াল চ্যাটজিপিটি প্রোফাইলে দেওয়া লিংকে প্রবেশ করে ফোন নম্বর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হবে। সংযোগ সম্পন্ন হলে চ্যাটগুলো সহজেই দেখা যাবে।
বিকল্প ব্যবহারের সুযোগ: ওয়েব ও অ্যাপে আগের মতোই চ্যাটজিপিটি সেবা
হোয়াটসঅ্যাপে সেবা বন্ধ হলেও চ্যাটজিপিটির মূল প্ল্যাটফর্মগুলো-অ্যাপ ও ওয়েব-অপরিবর্তিত থাকবে। ব্যবহারকারীরা যেমন ভয়েস চ্যাট, ফাইল আপলোড, ছবি তৈরি, ডকুমেন্ট বিশ্লেষণসহ সব উন্নত সুবিধা আগের মতোই ব্যবহার করতে পারবেন। অর্থাৎ হোয়াটসঅ্যাপ শুধুই একটি মাধ্যম ছিল; মূল চ্যাটজিপিটি অভিজ্ঞতায় কোনো পরিবর্তন আসছে না। ব্যবহারকারীদের শুধু পুরোনো চ্যাটগুলো সংরক্ষণ করে নতুন প্ল্যাটফর্মে কাজ চালিয়ে যেতে হবে।
ওপেনএআই নিশ্চিত করেছে যে এই পরিবর্তন প্রক্রিয়া হবে সহজ, নিরাপদ এবং ব্যবহারকারীবান্ধব। ফলে মেটার নীতিমালা পরিবর্তন সাময়িক অসুবিধা সৃষ্টি করলেও চ্যাটজিপিটি ব্যবহারের ক্ষেত্র সম্পূর্ণ খোলা থাকবে। সূত্র: টেকক্রাঞ্চ, ইকোনমিক টাইমস।