জেমিনি লাইভকে আরো ৪০টি ভাষায় সম্প্রসারণ করছে গুগল

প্রকাশ: শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনি লাইভ শিগগিরই ৪০টির বেশি ভাষা সমর্থন করবে, যা আরো স্বাভাবিক ও মুক্তভাবে কথোপকথনের সুযোগ দেবে। 

গুগলের মতে, এটি ইভেন্টের জন্য ব্রেনস্টর্মিং (নির্দিষ্ট বিষয় বা সমস্যার ওপর একাধিক ধারণা কিংবা সমাধান তৈরি করতে ব্যবহৃত সৃজনশীল পদ্ধতি), আরো গভীরভাবে নতুন কিছু শেখা বা চাকরির সাক্ষাৎকারের প্রশ্ন অনুশীলনের জন্য ব্যবহার করা যাবে। 

এ টুল একসঙ্গে দুই ভাষায় চ্যাট করার সুবিধা দেবে এবং গুগলের অন্য অ্যাপ, যেমন ক্যালেন্ডার ও টাস্কের সঙ্গে কাজ করবে। ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড অ্যাপে গুগল অ্যাসিস্ট্যান্ট সেটিংসের মাধ্যমে তাদের পছন্দের ভাষা নির্ধারণ করতে পারবেন। সূত্র: এনগ্যাজেট
image

আপনার মতামত দিন