কিশোরদের সুরক্ষায় চ্যাটজিপিটিতে নতুন প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা

প্রকাশ: বুধবার, ০১ অক্টোবর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

অনলাইনে কিশোর-কিশোরীদের নিরাপত্তা এখন অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। এই চিন্তা মাথায় রেখে ওপেনএআই তাদের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটিতে চালু করেছে নতুন ‘প্যারেন্টাল কন্ট্রোল’ সুবিধা।

এখন থেকে অভিভাবকরা নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে সন্তানের চ্যাটজিপিটি অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। এতে করে সন্তানরা আরও বেশি সুরক্ষিত থাকবেন এবং অভিভাবকরা চাইলে তাদের ব্যবহারের উপর নজরদারি রাখতে পারবেন।

সন্তান এবং অভিভাবক উভয়েই চাইলে একে অন্যকে আমন্ত্রণ পাঠিয়ে এই কন্ট্রোল সেটআপ করতে পারবেন। একবার চালু হলে, এই নিয়ন্ত্রণ বন্ধ না করা পর্যন্ত চালু থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ঘোষণায় ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটিতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালুর ফলে অভিভাবকেরা কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে পারবেন। এর ফলে কিশোর-কিশোরীরা স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সুরক্ষা পাবেন। পাশাপাশি অভিভাবকেরা সন্তানদের প্রয়োজন অনুযায়ী চ্যাটজিপিটির বিভিন্ন সুবিধা ব্যবহারের সুযোগ নিয়ন্ত্রণ ও সীমা নির্ধারণ করতে পারবেন।

এই সুবিধা এখন ওয়েব ভার্সনে পাওয়া যাচ্ছে। খুব শিগগিরই মোবাইল অ্যাপে পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।

প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে অভিভাবকরা সংবেদনশীল কনটেন্ট ব্লক করতে পারবেন, মেমোরি ফিচার নিয়ন্ত্রণ করতে পারবেন এবং ভয়েস ফিচার চালু বা বন্ধ করার অপশন পাবেন। একই সঙ্গে ছবি তৈরি ও সম্পাদনার সুবিধাও সীমিত বা বন্ধ করার সুযোগ থাকবে।

ওপেনএআইয়ের এই পদক্ষেপ কিশোরদের অনলাইন যাত্রাকে নিরাপদ ও নিয়ন্ত্রিত করতে সাহায্য করবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

image

আপনার মতামত দিন