মাইক্রোসফটের কো-পাইলট ব্যবহারকারীর জন্য জিপিটি-৫ উন্মুক্ত

প্রকাশ: শনিবার, ০৯ অগাস্ট, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

প্রযুক্তির দুনিয়ায় এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে মাইক্রোসফট। তারা ঘোষণা দিয়েছে, ওপেনএআই-এর তৈরি সর্বশেষ এবং সবচেয়ে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জিপিটি-৫ এখন থেকে সবার জন্য বিনামূল্যে ব্যবহারযোগ্য। যারা মাইক্রোসফটের কো-পাইলট ব্যবহার করেন, তারা এই মডেলটি এখনই ব্যবহার করতে পারবেন।

যেখানে পাওয়া যাবে জিপিটি-৫ 
মাইক্রোসফটের নিজস্ব ওয়েবসাইট অনুযায়ী, জিপিটি-৫ ইতোমধ্যেই যুক্ত করা হয়েছে তাদের বিভিন্ন এআই পণ্যে, যেমন, মাইক্রোসফট কো-পাইলট, বিং সার্চ ইঞ্জিন, মাইক্রোসফট এজ ব্রাউজার, আউটলুক, গিটহাব ও ভিজ্যুয়াল স্টুডিও ও মাইক্রোসফট ৩৬৫ অ্যাপস।

উল্লেখযোগ্য বিষয় হলো, এইসব প্ল্যাটফর্মেই কোনো বাড়তি খরচ ছাড়াই জিপিটি-৫ ব্যবহারের সুযোগ মিলবে। উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা চাইলে মাইক্রোসফট স্টোর থেকে কো-পাইলট অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন, কিংবা সরাসরি ব্রাউজারে গিয়ে copilot.microsoft.com ঠিকানায় প্রবেশ করে ব্যবহার শুরু করতে পারবেন।

ব্যবহারের পদ্ধতি
কো-পাইলট-এ গিয়ে সার্চ বক্সের ড্রপডাউন অপশন থেকে জিপিটি-৪ বা জিপিটি-৫ নির্বাচন করে ব্যবহার শুরু করা যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই এটি স্বয়ংক্রিয়ভাবে সর্বোচ্চ সংস্করণে চলে যাচ্ছে।

জিপিটি-৫-এর বিশেষত্ব কী?
মাইক্রোসফটের ভাষায়, এটি এখন পর্যন্ত ওপেনএআই-এর তৈরি সবচেয়ে সক্ষম এআই মডেল, যার রয়েছে উন্নত যুক্তি প্রয়োগের ক্ষমতা, আরও নিখুঁত এবং প্রাসঙ্গিক উত্তর দেওয়ার দক্ষতা, মানুষের ভাষার সূক্ষ্মতা বোঝার অসাধারণ ক্ষমতা এবং আগের মডেলগুলোর তুলনায় অনেক বেশি নির্ভুলতা।

এআই মডেলটি মাইক্রোসফট অ্যাজুর প্ল্যাটফর্মে প্রশিক্ষিত এবং এতে সংযুক্ত রয়েছে ওপেনএআই-এর সর্বশেষ রিজয়েনিং প্রযুক্তি।

কো-পাইলটে জিপিটি-৫ কী করতে পারবে?
>> ই-মেইল, ডকুমেন্ট ও ফাইল বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য বের করে দিতে পারবে

>> ব্যবহারকারীর পক্ষ থেকে রিপোর্ট লেখা, সারাংশ তৈরি, উত্তর তৈরি ইত্যাদি কাজ সম্পাদন করবে

>> কাস্টম এআই এজেন্ট তৈরির জন্য কো-পাইলট স্টুডিও-তেও এটি ব্যবহারযোগ্য হবে

>> গিটহাব বা ভিজ্যুয়াল স্টুডিওতে প্রোগ্রামিং আরও স্বয়ংক্রিয় ও স্মার্ট হবে।

প্রাথমিক প্রতিক্রিয়া কেমন?
প্রাথমিক ব্যবহারকারীরা ইতোমধ্যে জানিয়েছে, জিপিটি-৫ আগের সংস্করণগুলোর কিছু গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা দূর করতে সক্ষম হয়েছে। উদাহরণস্বরূপ, বড় স্ক্রিনশট বা টেবিলবিশিষ্ট ডেটা পার্স করার ক্ষেত্রে কো-পাইলট আগে যেখানে ধীর ছিল, এখন জিপিটি-৫ সেই কাজ অনেক দ্রুত এবং নির্ভুলভাবে করছে।

এক নজরে সুবিধাগুলো:
>> জিপিটি-৫ সম্পূর্ণ বিনামূল্যে
>> সকল মাইক্রোসফট প্ল্যাটফর্মে সহজে ব্যবহারযোগ্য
>> উন্নত রিজনিং ও ভাষা বোঝার ক্ষমতা
>> কোডিং, ডকুমেন্টেশন, ই-মেইল প্রসেসিং আরও কার্যকর
>> নিরাপদ, সম্মতিপূর্ণ এবং এন্টারপ্রাইজ-গ্রেড সুরক্ষা।

মাইক্রোসফট ও ওপেনএআই-এর এই অংশীদারিত্ব এআই প্রযুক্তিকে সাধারণ ব্যবহারকারীদের জন্য আরও সহজলভ্য করে তুলছে। জিপিটি-৫ এখন শুধু ডেভেলপারদের জন্য নয়, বরং প্রতিটি উইন্ডোজ ব্যবহারকারীর হাতের নাগালে। যারা প্রযুক্তিকে কাজে লাগিয়ে সময় ও শ্রম বাঁচাতে চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে এক অসাধারণ সুযোগ। সূত্র: দ্য ভার্জ, ফিনান্সিয়াল টাইমস, টাইমস অব ইন্ডিয়া।

 

image

আপনার মতামত দিন