মেটার ফ্যাক্ট-চেকিং কার্যক্রম বন্ধ, চালু হচ্ছে কমিউনিটি নোটস

প্রকাশ: মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
বিভ্রান্তিকর তথ্য নিয়ন্ত্রণে গৃহীত উদ্যোগ হিসেবে বহু বছর ধরে চালু থাকা মেটার ফ্যাক্ট-চেকিং কার্যক্রম আজ আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির নবনিযুক্ত গ্লোবাল পলিসি প্রধান জোয়েল ক্যাপলান জানিয়েছেন, সোমবার বিকেলের মধ্যেই এ কার্যক্রমের ইতি টানা হবে।

গত শুক্রবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় ক্যাপলান জানান, “আজ বিকেলের মধ্যেই যুক্তরাষ্ট্রে আমাদের ফ্যাক্ট-চেকিং কার্যক্রম পুরোপুরি শেষ হয়ে যাবে। আর নতুন কোনো ফ্যাক্ট-চেক হবে না, থাকবেন না কোনো ফ্যাক্ট-চেকারও।”

ফ্যাক্ট-চেকিংয়ের পরিবর্তে মেটা ধাপে ধাপে চালু করতে যাচ্ছে একটি নতুন ব্যবস্থা-‘কমিউনিটি নোটস’। এ ব্যবস্থায় ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস ব্যবহারকারীরা তথ্য সংশোধনের জন্য পোস্টে মন্তব্য বা ‘নোট’ যুক্ত করতে পারবেন। তবে এই মন্তব্যের ভিত্তিতে কোনো পোস্টের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না বলে জানানো হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ঘোষণা দিয়েছিলেন, ফ্যাক্ট-চেকিং বন্ধ করে ‘কমিউনিটি নোটস’ চালুর পরিকল্পনা করছেন তারা। তাঁর ভাষ্য, “ফ্যাক্ট-চেকিং প্রক্রিয়াটি রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে আস্থা হারিয়েছে। বরং এটি আস্থা তৈরির বদলে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার স্বার্থেই এ পরিবর্তন এনেছি।”

তবে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডিজিটাল নীতি বিশেষজ্ঞ ও অধিকারকর্মীরা। তাঁদের আশঙ্কা, এই পরিবর্তনের ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর প্রচার ও ঘৃণামূলক বক্তব্য আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

মেটা জানিয়েছে, কমিউনিটি নোটসে অংশ নিতে হলে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে, অ্যাকাউন্ট হতে হবে অন্তত ছয় মাসের পুরোনো এবং তা 'ভালো অবস্থানে' থাকতে হবে। তবে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত-কমিউনিটি নোটস প্রযোজ্য হবে না অর্থপ্রদত্ত বিজ্ঞাপনগুলোর ক্ষেত্রে। এর অর্থ, কেউ চাইলে অর্থ খরচ করে বিভ্রান্তিকর বা উসকানিমূলক বক্তব্য ছড়াতে পারবেন, যা নিয়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে, ফ্যাক্ট-চেকিং কার্যক্রমের পাশাপাশি মেটা বন্ধ করে দিয়েছে তাদের বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডাইভারসিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন) বিষয়ক কর্মসূচিও। একই সঙ্গে প্রতিষ্ঠানটি শিথিল করেছে ঘৃণামূলক বক্তব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত পূর্বের কিছু নীতিমালা। সূত্র: ম্যাশেবল

আপনার মতামত দিন