চ্যাটজিপিটি বানিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসা ওপেনএআই এবার আরও এক চমক দেখাল। প্রতিষ্ঠানটি বলছে, তারা দুটি শক্তিশালী এআই মডেল উন্মুক্ত করেছে, যা এখন ফ্রি-তে ব্যবহার করা যাবে। এতে করে অনেক ডেভেলপার ও গবেষক নিজের মতো করে এসব মডেল দিয়ে কাজ করতে পারবেন।
কী এই নতুন মডেল?
নতুন মডেল দুটির নাম হলো, জিপিটি-ওএসএস-১২০বি ও জিপিটি-ওএসএস-২০বি-২। এই মডেল দুটি ওপেন ওয়েট ক্যাটাগরির। অর্থাৎ, আপনি এগুলো নিজের মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। তবে এগুলো পুরোপুরি ‘ওপেন সোর্স’ নয়, কারণ এর ভেতরের কোড এবং ট্রেনিং ডেটা পুরোপুরি উন্মুক্ত নয়।
ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান জানিয়েছেন, “এই মডেলগুলো গণতান্ত্রিক মূল্যবোধ ও সাধারণ মানুষের কল্যাণের ভিত্তিতে তৈরি করা হয়েছে। আমরা চাই যেন সবাই কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা নিতে পারে।”
তিনি আরও জানান, এই মডেল বানাতে বিলিয়ন ডলার খরচ হয়েছে।
কী কাজে লাগবে এই মডেল?
এই মডেল দুটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এগুলো স্বয়ংক্রিয় এআই এজেন্ট পরিচালনায় সহায়ক হবে, কাস্টম এআই অ্যাপ্লিকেশন তৈরি করা যাবে, স্বতন্ত্র ও নিয়ন্ত্রিতভাবে ব্যবহারযোগ্য হবে। এই মডেলগুলোর মাধ্যমে ডেভেলপাররা নিজেদের প্রয়োজনমতো এআই প্রোগ্রাম বানাতে পারবেন এবং নতুন কিছু সেবা বা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন।
ওপেন ওয়েট বনাম ওপেন সোর্স: পার্থক্য কী?
ওপেন সোর্স মানে আপনি সফটওয়্যারের সম্পূর্ণ উৎস কোড, ডেটাসেট, ও ট্রেনিং পদ্ধতি পাবেন। আর ওপেন ওয়েট মানে আপনি শুধু মডেল ব্যবহার ও হালকা কাস্টমাইজ করতে পারবেন, কিন্তু মডেলের ভিতরের সবকিছু পাবেন না। ওপেনএআই তাদের মডেলগুলোকে ‘ওপেন ওয়েট’ বললেও অনেকেই মনে করছেন, এটি আংশিক উন্মুক্ততা।
প্রতিদ্বন্দ্বীদের প্রতিক্রিয়া
মেটার মার্ক জাকারবার্গ বলছে, “মডেল উন্মুক্ত রাখলে আরও বেশি মানুষ এআই ব্যবহার করতে পারবে এবং কিছু বড় কোম্পানির ওপর নির্ভরতা কমবে।” তবে তিনি সতর্কও করেছেন যে, উন্নত মডেল ব্যবহারে নিরাপত্তা ও নীতিগত বিষয়গুলো মাথায় রাখতে হবে।
চীনের ডিপসিক
ডিপসিকও ইতিমধ্যে শক্তিশালী ও সহজলভ্য এআই মডেল উন্মুক্ত করেছে, যেগুলো অনেকাংশে ওপেনএআই ও মেটার মডেলের প্রতিদ্বন্দ্বী।
নিরাপত্তা নিয়ে কী বলছে ওপেনএআই?
ওপেনএআই স্বীকার করেছে তারা পরীক্ষার জন্য ইচ্ছাকৃতভাবে কিছু ‘ক্ষতিকর সংস্করণ’ তৈরি করেছিল, যাতে দেখা যায় সেগুলো সাইবার বা বায়োলজিক্যাল ঝুঁকি তৈরি করে কিনা। তবে তাদের দাবি, এই মডেলগুলো ততটা শক্তিশালী হয়নি, যাতে বড় কোনো নিরাপত্তা হুমকি সৃষ্টি হয়।
পারফরম্যান্স কতটা শক্তিশালী?
ওপেনএআই জানিয়েছে, বড় মডেল জিপিটি-ওএসএস-১২০বি যুক্তি দিয়ে চিন্তার ক্ষেত্রে তাদের জনপ্রিয় জিপিাটি-৪ মিনি-এর কাছাকাছি দক্ষতা দেখিয়েছে। অর্থাৎ, শুধু উন্মুক্তই নয়, এই মডেল কার্যক্ষমতার দিক থেকেও বেশ উন্নত।
গুঞ্জন রয়েছে, শিগগিরই চ্যাটজিপিটির পরবর্তী সংস্করণ জিপিটি-৫ উন্মুক্ত হতে পারে। সম্প্রতি স্যাম অল্টম্যান একটি স্ক্রিনশট শেয়ার করেন, যা থেকে এই ইঙ্গিত পাওয়া গেছে।
অন্যদিকে গুগলও পিছিয়ে নেই। গুগল ডিপমাইন্ড সম্প্রতি ঘোষণা দিয়েছে তাদের নতুন ‘জিনি ৩’ মডেল একটি বাস্তব পৃথিবীর অনুকরণে পরিবেশ তৈরি করতে পারে। এটি ভবিষ্যতের স্বয়ংক্রিয় রোবট, গাড়ি ও এআই এজেন্ট প্রশিক্ষণের জন্য সহায়ক হবে।
গুগলের ভাষায়, “এই প্রযুক্তি এজিআই (এজিআই) অর্জনের পথে বড় ধাপ এবং ভবিষ্যতের এআই এজেন্টদের বাস্তব ভূমিকা পালনে সহায়ক হবে।” সূত্র: ওপেনএআই ডটকম, এআই ডট মেটা ডটকম, ডিপসিক ডটকম, ডিপমাইন্ড ডটকম