নতুন মাইলফলকে ওপেনএআই, বাজারমূল্য ছুঁয়েছে ৫০০ বিলিয়ন ডলার 

প্রকাশ: শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে চলছে প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার মধ্যে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই গড়ল নতুন রেকর্ড। সংস্থাটির বাজারমূল্য এখন ৫০০ বিলিয়ন ডলার। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শেয়ার বিক্রির চুক্তি
ওপেনএআইয়ের বর্তমান ও সাবেক কর্মীরা বড় অঙ্কের শেয়ার বিক্রি করেছেন। চুক্তির আওতায় বিক্রি হয়েছে প্রায় ৬.৬ বিলিয়ন ডলারের শেয়ার। এর ফলে কোম্পানির মূল্যায়ন ৩০০ বিলিয়ন থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫০০ বিলিয়ন ডলারে।
এই প্রবৃদ্ধি প্রমাণ করে, ওপেনএআইয়ের ব্যবহারকারীর সংখ্যা ও আয় দ্রুত বাড়ছে।

কারা বিনিয়োগ করেছেন
শেয়ারগুলো কিনেছেন বিশ্বখ্যাত একাধিক বিনিয়োগকারী। তাদের মধ্যে রয়েছেন, থ্রাইভ ক্যাপিটাল, সফটব্যাংক, ড্রাগোনিয়ার ইনভেস্টমেন্ট গ্রুপ, আবুধাবির এমজিএক্স এবং টি রো প্রাইস। সূত্র আরও জানিয়েছে, ওপেনএআই মোট ১০ বিলিয়ন ডলারের বেশি শেয়ার সেকেন্ডারি মার্কেটে বিক্রির অনুমোদন দিয়েছিল।

সফটব্যাংকের আগের বিনিয়োগ
এবারের বিনিয়োগ সফটব্যাংকের জন্য নতুন কিছু নয়। এর আগেও তারা ৪০ বিলিয়ন ডলারের প্রাইমারি ফান্ডিং রাউন্ডে অংশ নিয়েছিল। নতুন শেয়ার বিক্রিও সেই আগের বিনিয়োগে যোগ হয়েছে।

আয় ও প্রবৃদ্ধি
ওপেনএআইয়ের আয় বাড়ছে দ্রুত। শুধু ২০২৫ সালের প্রথম ছয় মাসেই আয় হয়েছে প্রায় ৪.৩ বিলিয়ন ডলার।
এটি ২০২৪ সালের পুরো বছরের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি। এটি প্রমাণ করে, এআই সেবার বাজার দিন দিন আরও বড় হচ্ছে।

প্রতিযোগিতার মাঠে এআই
এআই প্রযুক্তি এখন বিশ্বব্যাপী বড় বড় কোম্পানির প্রতিযোগিতার কেন্দ্র। কর্মীদের আকৃষ্ট করতে কোম্পানিগুলো দিচ্ছে মোটা অঙ্কের বেতনের প্রস্তাব। নতুন উদ্ভাবনী প্রকল্পে বিনিয়োগও বাড়ছে প্রতিনিয়ত।

মেটার নতুন উদ্যোগ
সম্প্রতি মেটা বিনিয়োগ করেছে স্কেল এআই নামের একটি কোম্পানিতে। শুধু তাই নয়, তারা স্কেল এআইয়ের ২৮ বছর বয়সী তরুণ সিইও আলেক্সান্দ্র ওয়াংকে নিজেদের দলে টেনেছে। ওয়াংকে দেওয়া হয়েছে একটি নতুন ‘সুপার ইন্টেলিজেন্স ইউনিট’-এর নেতৃত্ব। এটি এআই প্রতিযোগিতার উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। সূত্র: রয়টার্স, ফাইনান্সিয়াল টাইমস, এপি নিউজ।

image

আপনার মতামত দিন