দীর্ঘদিনের অসুস্থতার কারণে অনেক শিশু স্কুলে নিয়মিত যেতে পারে না। এতে যেমন পড়াশোনায় পিছিয়ে যেতে হয়, তেমনি এর নেতিবাচক প্রভাব পড়ে শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর। প্রযুক্তির উন্নয়নে এসব বিষয় ধীরে ধীরে অতীত হতে যাচ্ছে।
এখন অসুস্থ হলেও স্কুলে উপস্থিত থাকতে পারবে শিশুরা। তবে সশরীর নয়, রোবটের সাহায্য নিয়ে। অ্যাভিওয়ান নামের এই রোবট তৈরি করেছে নরওয়ের স্বেচ্ছাসেবী সংস্থা নো আইসোলেশন।
শিশুরা যেন বাসা বা হাসপাতাল থেকে ক্লাসের পরিবেশ অনুভব করতে পারে, সেভাবে তৈরি করা হয়েছে রোবটটি। এতে ব্যবহৃত হয়েছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, যাতে শিক্ষার্থীরা ক্লাসের যেকোনো দিক দেখতে পারে। এর সঙ্গে রয়েছে মাইক্রোফোন ও স্পিকার। যার সাহায্যে অসুস্থ শিক্ষার্থীরা শিক্ষক ও বন্ধুদের সঙ্গে কথা বলতে পারবে। রোবটটি নিয়ন্ত্রণ করা যাবে মোবাইল ফোনে থাকা অ্যাপের মাধ্যমে।
নো আইসোলেশনের মার্কেটিং ডিরেক্টর সালিসবারি বলেন, শিশুরা যেন শ্রেণিকক্ষে বসে থাকার অনুভূতি পায়, সেভাবে তৈরি করা হয়েছে অ্যাভিওয়ান রোবট। এর মাধ্যমে শ্রেণিকক্ষের প্রতিটি কোনা দেখা যাবে। শিক্ষার্থীর কোনো প্রশ্ন থাকলে রোবট হাত তুলতে পারবে, এমনকি ইমোজির মাধ্যমে তার অনুভূতিও প্রকাশ করতে পারবে; যা রোবটের স্ক্রিনে দেখা যাবে।
সালিসবারি আরও জানান, তাঁদের নির্মিত ৩ হাজার রোবট ১৭টি দেশে রয়েছে। এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে যুক্তরাষ্ট্র ও জার্মানিতে।
রোবটগুলো কিনে নিয়ে অথবা ভাড়ায় ব্যবহারের সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের স্কুলগুলো থেকে অ্যাভিওয়ান রোবট ভাড়া নিতে গেলে প্রতি মাসে গুনতে হবে ১৫০ পাউন্ড। প্রতিটি রোবটের দাম ৩ হাজার ৭০০ পাউন্ড। এ ছাড়া রয়েছে বার্ষিক প্যাকেজ।
যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যানে গত দুই বছরে ১৯ শতাংশ শিক্ষার্থীকে শরৎকালে স্কুলে অনুপস্থিত থাকতে দেখা গেছে। তাদের মধ্যে ৭ দশমিক ৮ শতাংশের অনুপস্থিতির কারণ অসুস্থতা। সূত্র: সিএনএন