অ্যান্ড্রয়েডে চালু হলো ওপেনএআইয়ের আলোচিত অ্যাপ সোরা

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

ওপেনএআই কোম্পানির ‘সোরা’ অ্যাপটি গুগল প্লে স্টোরে অন-ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রথমে শুধুমাত্র iOS-এ (নির্বাচিত দেশে আমন্ত্রণ-ভিত্তিতে) পাওয়া যাচ্ছিল; এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও এতে অংশগ্রহণ করতে পারছেন। 

দ্রুত রূপে শেয়ার ও স্বীকৃতি
সাধারণ মুক্তির পর থেকেই ‘সোরা’ ব্যাপক সাড়া জাগিয়েছে। প্রকাশের মাত্র কয়েক দিনের মধ্যে এটি এক-লক্ষ (১ মিলিয়ন) র ও বেশি ডাউনলোড হয়েছে।

অ্যাপটি ব্যবহারকারীদের খুব সহজে, কোনো বড় ভিডিও প্রোডাকশন দক্ষতা ছাড়াই, শুধু লেখা দিয়ে ভিডিও তৈরি করার সুযোগ দিয়ে থাকে, যা ভিডিও নির্মাণের ধরণই পাল্টে দিতে পারে। 
 
বিতর্ক ও চ্যালেঞ্জ
বড় সাফল্যের পাশাপাশি ‘সোরা’ র সঙ্গে বেশ কিছু বিতর্ক ও জটিলতাও ঘুরপাক খাচ্ছে।

প্রথমত, কিছু ব্যবহারকারী মার্টিন লুথার কিং জুনিয়রের মতো নেতৃবৃন্দের অসম্মানজনক ভিডিও তৈরি করে বিতর্ক সৃষ্টি করেছে।

দ্বিতীয়ত, বিখ্যাত মাঙ্গা ও অ্যানিমে চরিত্রের অনুকরণে ভিডিও বানানোর কারণে জাপান সরকারও উদ্বেগ প্রকাশ করেছে।

তৃতীয়ত, কপিরাইট লঙ্ঘনের অভিযোগে Camio নামের একটি প্রতিষ্ঠান ‘সোরা’ অ্যাপের বিরুদ্ধে মামলা করেছে। প্রকাশনায় জানা যায়, এই অভিযোগের পরই ওপেনএআই ‘Camio’ নামে একটি নতুন ফিচার চালু করেছে, যা বিদ্যমান চরিত্র বা ব্যক্তিত্বকে ‘cameo’ হিসেবে ভিডিওতে যুক্ত করার সুযোগ দেয়।

এসব প্রতিবন্ধকতা বুঝিয়ে দিয়েছে যে, শুধু প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে নয়, নৈতিক, আইনগত ও সামাজিক দৃষ্টিকোণ থেকেও দ্রুত বিষয়গুলো বিবেচনায় আনা প্রয়োজন।

ভবিষ্যৎ দিশা: আয় ও নিয়ন্ত্রণ
ওপেনএআইয়ের ‘সোরা’-র মাধ্যমে শুধুই বিনোদন বা সৃষ্টিশীল ভিডিও তৈরি করাই নয়-এর মাধ্যমে বাণিজ্যিক আয় করার পরিকল্পনা করছিলেও দেখা যাচ্ছে। উদাহরণস্বরূপ: প্রতিষ্ঠান জানিয়েছে তারা “character owners” বা কন্টেন্ট অধিকারপ্রাপ্তদের জন্য বাড়তি নিয়ন্ত্রণ ও রেভিনিউ শেয়ারিং ফিচার চালাবে। 

 পাশাপাশি, অ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার যেমন ‘cameo’ যুক্ত হওয়ার বিষয়টি ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে কিনা এটি সোশ্যাল মিডিয়া-স্টাইল প্ল্যাটফর্মে পরিণত হতে পারে, যেখানে ভিডিও তৈরি ও শেয়ার করার সঙ্গে-সঙ্গে অর্থনৈতিক সুযোগও থাকবে।

‘সোরা’ হলো এমন এক প্রযুক্তি যা সাধারণ মানুষের হাতে ভিডিও নির্মাণের ক্ষমতা এনে দিয়েছে, যা আগে শুধুই প্রোডাকশন হাউজ বা দৃশ্য-শিল্পীদের জন্য সীমাবদ্ধ ছিল। তবে প্রযুক্তির এই বিপ্লবের সঙ্গে রয়েছে দায়িত্ব, নিয়ন্ত্রণ ও আইনগত চ্যালেঞ্জ। অ্যান্ড্রয়েডে-মুক্তি নির্দ্বিধায় ‘সোরা’ এখন আরও বড় দর্শক-ভিত্তিতে পা বাড়িয়েছে, তবে এই নতুন প্রতিযোগিতায় সফলভাবে এগিয়ে যেতে চাইলে ওপেনএআইয়-সহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে নয়তো এই সম্ভাবনা বিপন্ন হয়ে পড়তে পারে। সূত্র: রয়টার্স, এনগ্যাজেট। 

image

আপনার মতামত দিন