বছর ঘুরে অ্যাপল ভক্তদের জন্য আবারও হাজির হচ্ছে বছরের সবচেয়ে বড় প্রযুক্তি আয়োজন-ডব্লিউডব্লিউডিসি ২০২৫। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত এই সম্মেলন শুরু হচ্ছে ৯ জুন, যেখানে নতুন সফটওয়্যার, উন্নত ইন্টারফেস ও কৃত্রিম বুদ্ধিমত্তার সংযুক্তি নিয়ে অপেক্ষা করছে এক সম্ভাবনার বিস্ফোরণ।
অফিসিয়াল ঘোষণার আগে বিশ্লেষকরা ধারণা করছেন, এবার অ্যাপল সফটওয়্যারে আনতে যাচ্ছে দীর্ঘদিনের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন। সঙ্গে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও কিছু হার্ডওয়্যারের ঝলক। এমনকি কিছু হার্ডওয়্যার ঘোষণাও আসতে পারে, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতায় আনবে নতুন মাত্রা।
ডব্লিউডব্লিউডিসি ২০২৫ আয়োজন ৯ জুন (সোমবার) শুরু হয়ে চলবে ১৩ জুন পর্যন্ত। আর সোমবার মূল উপস্থাপনা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে। বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে।
উদ্বোধনী কি-নোট: লাইভ স্ট্রিমিং সারা বিশ্বে
সম্মেলনের উদ্বোধনী কি-নোট অনুষ্ঠিত হবে ৯ জুন, প্যাসিফিক সময় সকাল ১০টায়। এটি সরাসরি সম্প্রচার করা হবে:
>> Apple-এর ওয়েবসাইট
>> YouTube
>> Apple TV অ্যাপ
>> Apple Developer অ্যাপ
যদিও পুরো সম্মেলন ভার্চুয়ালভাবে হবে, তবে প্রথম দিনের জন্য নির্বাচিত কিছু ডেভেলপার ও শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছে অ্যাপল পার্কে, যেখানে তাঁরা সরাসরি কি-নোট উপভোগ করবেন এবং অ্যাপলের প্রকৌশলী ও ডিজাইনারদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন। এবার কী চমক নিয়ে আসছে অ্যাপল? চলুন দেখে নিই, এবারের সম্মেলনে কী কী থাকতে পারে
নতুন ইন্টারফেস: আরও আধুনিক ডিজাইন
এ বছরের সম্মেলনে অ্যাপলের বিভিন্ন অপারেটিং সিস্টেমের নকশায় আসতে পারে বড় পরিবর্তন। বিশ্লেষক মার্ক গারম্যান জানিয়েছেন, ‘সোলারিয়াম’ নামের একটি অভ্যন্তরীণ প্রকল্পের অধীনে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস এবং টিভিওএসে আসছে নতুন ইন্টারফেস। এতে থাকবে:
>>সফট ও গোলাকার আইকন
>>আধা-স্বচ্ছ মেনু
>>আধুনিক ভিজ্যুয়াল উপাদান
>>এই ধরনের পরিবর্তন সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৩ সালে iOS 7-এর মাধ্যমে।
সালভিত্তিক সংস্করণ নাম: সহজ হবে চেনা
অ্যাপল এবার তাদের সফটওয়্যারের নামকরণেও আনতে পারে পরিবর্তন। iOS 19 বা macOS 15-এর বদলে ব্যবহার করা হতে পারে iOS 2026 বা macOS 2026-এর মতো সালভিত্তিক নাম। এতে সংস্করণ বোঝা আরও সহজ হবে ব্যবহারকারীদের জন্য।
আইওএস ২৬: নতুন ফিচারের সম্ভাবনা
নকশাগত পরিবর্তনের পাশাপাশি iOS 26-এ আসতে পারে বেশ কিছু নতুন সুবিধা:
>> অ্যাপল ডিভাইসগুলোর মধ্যে সহজে Wi-Fi শেয়ারিং
>> AI-ভিত্তিক ব্যাটারি ব্যবস্থাপনা
>> USB-C পোর্টযুক্ত আইফোনে ডেস্কটপ মোড, যা বড় স্ক্রিনে আইফোনকে প্রায় কম্পিউটারের মতো ব্যবহার করতে দেবে
অন্যদিকে, iPadOS 26-এ আসতে পারে ম্যাকের মতো মেনুবার, এবং স্টেজ ম্যানেজার-এ উন্নয়ন এনে মাল্টিটাস্কিং হবে আরও সহজ।
গেমারদের জন্য চমক
গেমপ্রেমীদের জন্য অ্যাপল আনতে পারে নতুন গেমিং অ্যাপ, যা iPhone, iPad, Mac ও Apple TV-তে সমানভাবে কাজ করবে। এটি হবে Game Center-এর উন্নত সংস্করণ, যেখানে থাকবে:
>> বন্ধুর তালিকা
>>লিডারবোর্ড
>> অ্যাপল আর্কেড ইন্টিগ্রেশন
>> কৃত্রিম বুদ্ধিমত্তা: অ্যাপল ইন্টেলিজেন্স
ডব্লিউডব্লিউডিসি ২০২৫-এ অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের দিকে থাকবে বিশেষ নজর। Apple Intelligence নামক AI প্রযুক্তিতে যুক্ত হতে পারে:
>>আরও বুদ্ধিদীপ্ত ও প্রাসঙ্গিক Siri
>>Health Coaching Tool
>>নতুন API ও টুল যা ডেভেলপাররা তাদের অ্যাপে AI ইন্টিগ্রেশন করতে ব্যবহার করতে পারবেন
হার্ডওয়্যার ঘোষণা: থাকছে কি চমক?
যদিও এই সম্মেলন সফটওয়্যার-কেন্দ্রিক, অতীতে অ্যাপল এখানে হার্ডওয়্যার ঘোষণাও দিয়েছে। ২০২৩ সালে যেমন এসেছিল Vision Pro ও নতুন Mac। এ বছর ইতোমধ্যে বাজারে এসেছে MacBook Air M4, iPad Air M3 ও iPhone 16।
তবে গুঞ্জন রয়েছে নতুন M4 চিপযুক্ত Mac Pro আসতে পারে, যা মূলত ডেভেলপারদের জন্য। এছাড়া আলোচনায় রয়েছে একটি নতুন পাতলা ডিজাইনের ফোন, iPhone 17 Air-যা হতে পারে এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন।
ডব্লিউডব্লিউডিসি ২০২৫ হতে যাচ্ছে অ্যাপলের সফটওয়্যার ও AI কৌশলের এক নতুন অধ্যায়। ইন্টারফেস ডিজাইন থেকে শুরু করে নতুন নামকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মাল্টিপ্ল্যাটফর্ম অভিজ্ঞতা-সব মিলিয়ে ব্যবহারকারীদের জন্য রয়েছে অনেক চমক। সূত্র: ইন্ডিয়া টুডে, ম্যাক ডেইলি নিউজ