প্রযুক্তিপণ্য ব্যবসায়ীদের জন্য লেজার মার্কিং মেশিন আনল ফেমাস ভিশন

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

আপনার পণ্যে নিখুঁত লোগো বা জটিল ডিজাইন যুক্ত করতে চাচ্ছেন? কিংবা বড় আকারে মেটাল কাটিং ও ওয়েল্ডিংয়ের কাজ আরও দ্রুত ও নিখুঁতভাবে শেষ করতে চান ? এখন এসবই সম্ভব আধুনিক লেজার প্রযুক্তির মাধ্যমে। প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান ফেমাস ভিশন লিমিটেড এনেছে শিল্পপ্রযুক্তির এক নতুন দিগন্ত। এই প্রযুক্তি আপনার কাজকে করে তুলবে আরও নিখুঁত, দ্রুত ও সহজ।

ফেমাস ভিশন লিমিটেড জানিয়েছে, প্রতিষ্ঠানটি প্রযুক্তিপণ্য ব্যবসায়ীদের জন্য বাজারে নিয়ে এসেছে বিভিন্ন মডেলের লেজার মার্কিং মেশিন (Laser Marking Machine), হ্যান্ডহেল্ড লেজার ওয়েল্ডিং মেশিন (Handheld Laser Welding Machine) ও লেজার কাটিং মেশিন (Laser Cutting Machine)।

>>আরও পড়ুন: বাজারে এলো সাশ্রয়ী মূল্যের এফভিএল রাউটার ও অনু স্ট্যান্ড

ক্রেতারা কেন কিনবেন এই লেজার মেশিনগুলো?
লেজার মার্কিং মেশিন: আপনার পণ্যের পরিচিতি ও ব্র্যান্ডিং যেন চিরস্থায়ী হয় এর জন্য প্রয়োজন সঠিক প্রযুক্তির ব্যবহার। জুয়েলারি হোক বা ইলেকট্রনিক্স, অটোমোবাইল পার্টস, প্লাস্টিক বা মেটালের যেকোনো পণ্য, এই লেজার মার্কিং মেশিন দিয়ে বারকোড, সিরিয়াল নম্বর, ডেট কোড, লোগো ও জটিল ডিজাইন স্থায়ীভাবে এবং নিখুঁতভাবে খোদাই করা যায়। এর মাধ্যমে আপনার পণ্যের মান বাড়বে এবং ব্র্যান্ডিং হবে আরও দৃঢ় ও পেশাদার।

হ্যান্ডহেল্ড লেজার ওয়েল্ডিং মেশিন: উৎপাদন ও মেরামতের জগতে দ্রুততা, নির্ভুলতা ও পরিস্কার ফিনিশিং এখন একটি মৌলিক চাহিদা। হ্যান্ডহেল্ড লেজার ওয়েল্ডিং মেশিনের সাহায্যে মেটাল ফেব্রিকেশন, জুয়েলারি মেরামত, ডেন্টাল ল্যাবসহ নানা খাতে সহজেই করা যায় ঝামেলাবিহীন, নির্ভরযোগ্য ও মানসম্পন্ন ওয়েল্ডিং। এটি প্রথাগত পদ্ধতির তুলনায় বেশি দক্ষ, দ্রুত এবং পরিচ্ছন্ন।

>> আরও পড়ুন: সিসিটিভি ক্যামেরার জন্য দুই মডেলের শক্তিশালী অ্যাডাপ্টার আনল এফভিএল

লেজার মেশিন: খরচ কমান, গতি বাড়ান। অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন লেজার মেশিন ব্যবহার করে আপনার ইন্ডাস্ট্রির লোগো, লেভেলিং বা নকশার কাজ এখন হবে আরও নিখুঁত। লেজার মেশিন ব্যবহারে আপনার প্রোডাকশনের গতি উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং অপচয় হ্রাস পেয়ে খরচ হবে আরও সাশ্রয়ী। এই প্রযুক্তি ব্যবহার করে ইন্ডাস্ট্রির বড় পরিসরের লোগো, লেভেলিং কিংবা জটিল নকশার কাজ, সবই করা যায় নিখুঁতভাবে। এটি মানসম্পন্ন উৎপাদনের পাশাপাশি ব্র্যান্ড ভ্যালু বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপচয় কমে যাবে, আর প্রোডাকশন হবে আরও কার্যকর ও লাভজনক। বড় পরিসরে কাজের জন্য এর বিকল্প নেই।

>> আরও পড়ুন: তিনটি নতুন ওয়াই-ফাই বাল্ব ক্যামেরা বাজারে আনলো ফেমাস ভিশন লিমিটেড

ফেমাস ভিশন লিমিটেডের স্টকে লেজার মেশিনগুলো পাওয়া যাচ্ছে। প্রতিটি মেশিনে দেওয়া হচ্ছে ২ বছরের অফিশিয়াল ওয়ারেন্টি। তাহলে আর দেরি কেন? আপনার ব্যবসার উৎপাদনশীলতা বৃদ্ধি করতে এবং পণ্যের গুণগত মান নিশ্চিত করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

যারা লেজার মেশিনগুলোর দাম ও বিস্তারিত জানতে  চান তাদের যেতে হবে ফেসবুকের এই লিংকে। আর ওয়েবসাইটের এই ঠিকানায়। মোবাইলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে এই ০১৯৪৪৪৪৩৬৬১ নম্বরে। এছাড়াও ঢাকার নিউ এলিফ্যান্ট রোডস্থ ৫৩/এ, নিউ শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় ফেমাস ভিশন লিমিটেডের শোরুম থেকেও সরাসরি সংগ্রহ করা যাবে।

 

image

আপনার মতামত দিন