প্রতিদিন গড়ে ২৫০ কোটিরও বেশি মানুষ চ্যাটজিপিটিতে প্রম্পট করছেন

প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

তথ্যপ্রযুক্তির এই যুগে অনলাইনে তথ্য অনুসন্ধানের অভ্যাসেও এসেছে বড় পরিবর্তন। কয়েক বছর আগেও গুগল সার্চই ছিল তথ্য জানার প্রধান মাধ্যম। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির ফলে আজ সেই জায়গা দখলের লড়াইয়ে নেমেছে এআইভিত্তিক চ্যাটবটগুলো-বিশেষ করে ওপেনএআই-এর চ্যাটজিপিটি।

সম্প্রতি ওপেনএআই জানিয়েছে, প্রতিদিন চ্যাটজিপিটি ব্যবহারকারীরা গড়ে ২৫০ কোটিরও বেশি অনুরোধ করছেন (প্রম্পট)। যেখানে মাত্র কয়েক মাস আগেও এই সংখ্যা ছিল প্রায় ১০০ কোটি। অর্থাৎ খুব অল্প সময়েই দ্বিগুণেরও বেশি বেড়েছে এর ব্যবহার।

এই বিপুল ব্যবহারকারীর মধ্যে যুক্তরাষ্ট্রের অবদান প্রায় ৩৩ কোটি অনুরোধ। বাকি অনুরোধগুলো বিশ্বের নানা প্রান্ত থেকে আসছে, যা স্পষ্টভাবে দেখায়-চ্যাটজিপিটির ব্যবহার আজ বিশ্বব্যাপী বিস্তৃত।

বিশেষজ্ঞদের মতে, চ্যাটজিপিটির জনপ্রিয়তার পেছনে কাজ করছে এর ব্যবহারবান্ধব ইন্টারফেস, নানা রকম কাজের উপযোগিতা এবং নিয়মিত আপডেট।

 তবু গুগল এখনো শীর্ষে
এআই চ্যাটবটের দাপট বাড়লেও অনুসন্ধানের রাজত্ব এখনো গুগলের হাতেই। গুগল প্রতিদিন প্রায় ১,৫০০ কোটি সার্চ প্রসেস করে থাকে, যা চ্যাটজিপিটির চেয়ে অনেক বেশি। ওপেনএআইও এই ব্যবধান স্বীকার করেছে।

তবে গুগলও হাত গুটিয়ে বসে নেই। পরিবর্তনের গতি বুঝে তারা দ্রুত নিজেদের খাপ খাওয়াচ্ছে। ইতোমধ্যে তারা গুগল সার্চে জেমিনি (Gemini) নামে নিজস্ব এআই মডেল যুক্ত করেছে। ‘এআই মোড’ চালু হলে ব্যবহারকারীরা সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া ‘ডিসকভার’সহ গুগলের অন্যান্য সেবাতেও ধীরে ধীরে এআই প্রযুক্তি যুক্ত করা হচ্ছে।

 চ্যাটজিপিটি এজেন্ট: আরও স্মার্ট, আরও সহায়ক
প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চায় ওপেনএআই-ও। এজন্য তারা চালু করেছে ‘চ্যাটজিপিটি এজেন্ট’, একটি নতুন সুবিধা। এই এআই এজেন্ট ব্যবহারকারীর হয়ে-

>>  তথ্য বিশ্লেষণ,

>>  প্রতিবেদন লেখা,

>>  ফাইল ব্যবস্থাপনা,

>>  এমনকি জটিল কাজগুলোও সম্পন্ন করতে সক্ষম।

ওপেনএআই দাবি করছে, উন্নত ডেটাসেট ও বিশ্লেষণক্ষমতার কারণে চ্যাটজিপিটি এজেন্ট অন্যান্য এআই এজেন্টের তুলনায় আরও নির্ভরযোগ্য ও কার্যকর।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, তথ্য অনুসন্ধানের জগতে শুরু হয়েছে এক নতুন যুগের সূচনা-যেখানে গুগল আর একমাত্র পথপ্রদর্শক নয়। এআই চ্যাটবটগুলোও হয়ে উঠছে বাস্তব সহকারী, যারা শুধু প্রশ্নের উত্তরই নয়, প্রয়োজন অনুযায়ী কাজ করেও দিচ্ছে। এই প্রতিযোগিতা প্রযুক্তিকে যেমন এগিয়ে নিচ্ছে, তেমনি বহারকারীদের জন্য আরও নতুন নতুন সম্ভাবনার দরজাও খুলে দিচ্ছে। এখন দেখার পালা, ভবিষ্যতের অনুসন্ধান কীভাবে গড়ে তোলে আমাদের জানার জগৎকে। সূত্র: নিউজ ১৮
 

image

আপনার মতামত দিন