স্টারগেট: কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতের পথে ৫০ হাজার কোটি ডলারের মহাযাত্রা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

নিস্তব্ধ মরুভূমি, বাতাসে ধুলোর হালকা পরত। দূরে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে থাকা এক বিশাল নির্মাণ সাইট। ভবিষ্যতের প্রযুক্তি যেন ঠিক এখান থেকেই দিগন্ত পেরিয়ে ছড়িয়ে পড়বে সমগ্র পৃথিবীতে। এটি কোনো সাই-ফাই সিনেমার দৃশ্য নয়। এটি স্টারগেট প্রকল্প, যেখানে ওপেনএআই, ওরাকল ও সফটব্যাংক মিলিতভাবে তৈরি করছে বিশ্বের অন্যতম বৃহৎ এবং শক্তিশালী এআই ডেটা সেন্টার নেটওয়ার্ক।

এই প্রকল্পের প্রস্তাবিত বিনিয়োগ ৫০০ বিলিয়ন ডলার, যা বাংলাদেশের পুরো বাজেটের চেয়েও বহু গুণ বড়। নাম শুনেই বোঝা যায়, এটি কেবল একটি অবকাঠামোগত প্রকল্প নয় একটি মহাকাব্যিক যাত্রা, যা আমাদের নিয়ে যাবে এআই-নির্ভর ভবিষ্যতের দিকে।

 যেখানে ভবিষ্যত গড়ে উঠছে
যুক্তরাষ্ট্রের টেক্সাস, নিউ মেক্সিকো, ওহাইও এবং মধ্য-পশ্চিমাঞ্চলের কয়েকটি রাজ্যে গড়ে উঠছে পাঁচটি দানবীয় আকারের ডেটা সেন্টার। এসব অঞ্চলের আগে যেখানে ছিল কৃষিকাজ বা নির্জনতা, এখন সেখানে ব্যস্ত হয়ে উঠেছে শত শত ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদ, নির্মাণ শ্রমিক। বিশেষভাবে টেক্সাসের অ্যাবিলিনে, ওরাকল ও ওপেনএআই মিলে তৈরি করছে এক বিশাল সাইট, যার সঙ্গে যুক্ত হচ্ছে CoreWeave-এর পূর্ববর্তী প্রকল্পও।

 শক্তির চূড়ান্ত রূপ
এই প্রকল্পের লক্ষ্য ১০ গিগাওয়াট ডেটা সেন্টার সক্ষমতা অর্জন করা। কল্পনা করুন, একসঙ্গে হাজার হাজার সুপারকম্পিউটার কাজ করছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডেটা বিশ্লেষণ করছে, প্রতিদিন নতুন নতুন ভাষা শেখার মতো কাজ করছে।

স্যাম অল্টম্যান বলেছেন, “এআই তখনই তার প্রতিশ্রুতি পূরণ করতে পারবে, যখন এর জন্য প্রয়োজনীয় কম্পিউটিং শক্তি আমরা তৈরি করতে পারব।” এবং এই শক্তিই এখন গড়ে তোলা হচ্ছে, ইট-পাথরের ভিতর দিয়ে, বৈদ্যুতিক সংযোগের প্রতিটি তারের মাঝে।

 মানুষের জন্য কাজ, প্রযুক্তির হাত ধরে
এই প্রকল্প সরাসরি ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে- প্রযুক্তিবিদ, প্রকৌশলী, নির্মাণকর্মী, নিরাপত্তা বাহিনী, পরিবহন কর্মী সবাই মিলে এক নতুন পৃথিবী গড়ার অংশ হয়ে উঠবে। এটি কেবল একটি ডেটা সেন্টার না, এটি একটি সভ্যতা নির্মাণ।

এনভিডিয়া ও মাইক্রোসফটের ভূমিকা
প্রযুক্তির এই বিশাল আয়োজনের পেছনে রয়েছে আরও বড় শক্তি। এনভিডিয়া জানিয়েছে, তারা ওপেনএআই-তে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং চিপ সরবরাহ করবে, যা এই ডেটা সেন্টারগুলোকে প্রাণ দেবে। অন্যদিকে মাইক্রোসফট, ওপেনএআই-এর দীর্ঘদিনের বিনিয়োগকারী, নিজস্ব জেনারেটিভ এআই সার্ভিস চালাতে বিলিয়ন ডলারের ডেটা সেন্টার অবকাঠামো নির্মাণ করছে।

 রাষ্ট্রীয় গুরুত্ব ও ভূরাজনীতি
যুক্তরাষ্ট্র এখন এআই-কে ভবিষ্যতের মূল হাতিয়ার হিসেবে দেখছে। চীন যেভাবে এআই-তে দ্রুত অগ্রসর হচ্ছে, সে তুলনায় পিছিয়ে পড়লে নিরাপত্তা ও অর্থনীতি-দুটোই ঝুঁকিতে পড়তে পারে। এ কারণেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই হোয়াইট হাউসে ডেকেছিলেন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানদের। স্টারগেট প্রকল্প যদিও বেসরকারি খাতে পরিচালিত হচ্ছে, কিন্তু সরকারের স্নেহছায়া রয়েছে প্রকল্পটির ওপর।

 স্টারগেট শুধু একটি প্রকল্প নয়, একটি ভবিষ্যত দর্শন
‘স্টারগেট’ নামটি যেমন কল্পনা জাগায় একটি মহাকাশীয় দরজা, এই প্রকল্প তেমনি বাস্তব পৃথিবীতে খুলে দিচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রযুক্তি সম্ভাবনার দ্বার। যেখানে একসময় শুধু স্বপ্ন দেখত মানুষ, এখন সেখানে দাঁড়িয়ে তৈরি হচ্ছে বাস্তবতা। আর এই ভবিষ্যতের ভেতরেই হয়তো আমরা পাবো সেই উন্নতমানবিক সভ্যতা, যেখানে এআই মানুষের পাশে দাঁড়িয়ে জীবনকে করবে আরো সহজ, আরও অর্থপূর্ণ।  সূত্র: ওপেনআই, এনভিডিয়া ইনভেস্টর স্টেটমেন্ট।

image

আপনার মতামত দিন