যুক্তরাজ্যের এসেক্সে বসবাসকারী ৭৬ বছর বয়সী টরেন্স ও ৭৫ বছরের লেসলি ব্রিজেস দম্পতি সম্প্রতি অংশ নিয়েছেন এক অভিনব প্রকল্পে, যেখানে বাড়ির উঠানে স্থাপিত একটি ছোট ডেটা সেন্টার তাঁদের পুরো বাড়ির হিটিং সিস্টেমের দায়িত্ব পালন করছে।
‘হিটহাব’ নামের এই ইউনিটে রয়েছে পাঁচ শতাধিক ছোট কম্পিউটার, যেগুলো কাজ করার সময় প্রচুর তাপ উৎপন্ন করে। থার্মিফাই নামের প্রতিষ্ঠান তৈরি করেছে এই সিস্টেম, যেখানে কম্পিউটারের উৎপন্ন তাপ বিশেষ তেলের মাধ্যমে সংগ্রহ করা হয় এবং একটি বন্ধ চক্রাকার লুপে সেই তাপ বাড়ির পানির এবং রেডিয়েটর সিস্টেমে পাঠানো হয়।
মাসিক হিটিং বিল কমলো প্রায় ১০ গুণ
এই নতুন হিটিং ব্যবস্থার ফলে ব্রিজেস দম্পতির মাসিক জ্বালানি বিল নাটকীয়ভাবে কমে এসেছে। আগে যেখানে তাঁদের প্রতি মাসে প্রায় ৩৭৫ পাউন্ড হিটিং বিল দিতে হতো, এখন সেটি নেমে এসেছে মাত্র ৪০ থেকে ৬০ পাউন্ডে। অর্থাৎ প্রায় ৯ থেকে ১০ গুণ সাশ্রয়। তাঁদের মতে, আগের বয়লারের তুলনায় হিটহাব অনেক বেশি কার্যকর, নিরবচ্ছিন্ন এবং নিয়ন্ত্রণযোগ্য। লেসলি ব্রিজেসের মেরুদণ্ডের সমস্যা থাকায় ঘর সবসময় উষ্ণ থাকা অত্যন্ত জরুরি-হিটহাব সেই প্রয়োজন পূরণে আরও স্থিতিশীল সমাধান দিয়েছে।
SHIELD প্রকল্প: নেট-জিরো হিটিংয়ের দিকে বড় পদক্ষেপ
প্রকল্পটি মূলত UK Power Networks-এর SHIELD উদ্যোগের অংশ, যার উদ্দেশ্য হলো স্বল্প আয়ের পরিবারগুলোকে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী নেট-জিরো হিটিং ব্যবস্থায় নিয়ে আসা। এই উদ্যোগের অংশ হিসেবে ব্রিজেস দম্পতির বাড়িতে সোলার প্যানেল ও একটি ব্যাটারি সিস্টেমও স্থাপন করা হয়েছে, যা তাঁদের শক্তি সাশ্রয়ে আরও সহায়তা করছে। ভবিষ্যতে Thermify বহু HeatHub ইউনিট যুক্ত করে এগুলোকে একটি বিতরণকৃত ডেটা সেন্টারের মতো কাজে লাগানোর পরিকল্পনা করছে।
যুক্তরাজ্যে বাড়ছে ডেটা সেন্টারের তাপ ব্যবহারের গুরুত্ব
ডেটা সেন্টার থেকে উৎপন্ন তাপ ব্যবহারের ধারণা নতুন নয়, তবে বাড়ির হিটিংয়ে সরাসরি এটি প্রয়োগ করার এই প্রকল্পটি যুক্তরাজ্যে বিশেষ মনোযোগ কাড়ছে। বর্তমানে যুক্তরাজ্যের মোট বিদ্যুতের প্রায় ২.৫% ব্যয় হয় ডেটা সেন্টারগুলোতে, যা ২০৩০ সালের মধ্যে চার গুণ পর্যন্ত বাড়ছে। তাই অপচয় হওয়া এই তাপকে বাড়ির প্রয়োজনীয় হিটিংয়ে ব্যবহার করা ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ পরিবেশবান্ধব সমাধান হতে পারে। ইতোমধ্যে ডেভনে একটি সুইমিং পুল কম্পিউটারের তাপ চালিত “ডিজিটাল বয়লার” ব্যবহার করছে এবং ক্যামব্রিজশায়ারে সৌরচালিত ডেটা সেন্টারভিত্তিক হিট নেটওয়ার্কের পরিকল্পনাও চলছে।
ভবিষ্যতের পরিবেশবান্ধব হিটিংয়ের নতুন সম্ভাবনা
সবশেষে, ব্রিজেস দম্পতির অভিজ্ঞতা প্রমাণ করে যে ডেটা সেন্টারের অপচয় তাপকে ঘরের কাজে লাগানো ভবিষ্যতের হিটিং ব্যবস্থায় বড় ভূমিকা রাখতে পারে। যদি প্রযুক্তিটি সফলভাবে বিস্তৃত করা যায়, তবে এটি বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য সাশ্রয়ী ও কার্বনমুক্ত হিটিংয়ের একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। সূত্র: বিবিসি