ক্রিয়েটিভ আইটিতে ছুটির দিনে গ্রাফিক্স ডিজাইন শেখার সুযোগ

প্রকাশ: শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯
Image টেকভয়েস২৪ রিপোর্ট
news-banner
  ছবি: সংগৃহীত
বর্তমান সময়ের সৃজনশীল পেশাজীবীদের জন্য গ্রাফিক্স ডিজাইন এক অনন্য সম্ভাবনার নাম। গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আপনি খুব সহজেই ফ্রিল্যান্সিং করতে পারবেন। আর ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি খুব সহজেই কাজ করতে পারবেন দেশি-বিদেশী কোম্পানির সাথে।

তাছাড়া গ্রাফিক্স ডিজাইন শেখার প্রয়োজনীয়তা কমবেশি সবাই বোধ করেন, আজকাল একাধিক প্রফেশনাল কোর্সের উপর ভাল ধারণা ও দখল থাকলে কর্মজীবনে তা আলাদা প্রভাব ফেলে। আর তা যদি হয় গ্রাফিক্স ডিজাইন তাহলে তো কথাই নেই।

বর্তমানে এমন কোন সেক্টর নেই যেখানে গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজনীয়তা নেই। গ্রাফিক্স ডিজাইনের কাজ জানার জন্য সৃষ্টিশীল হওয়া জরুরি কিন্তু গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য আর্ট বা ডিজাইন সম্পর্কে একদম ধারণা না থাকলেও চলবে। যাদের গ্রাফিক্স ডিজাইন করা প্যাশন, প্যাশনকে প্রফেসন হিসাবে নেওয়ার কথা ভাবছেন তাদের ক্রিয়েটিভ আইটি দিচ্ছে কোর্স শেষে ইন্টার্নশীপ এর সুবিধা।

যে কারণে শিখবেন গ্রাফিক্স ডিজােইন
# আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে গ্রাফিক্স ডিজাইন হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস।
# আপনি যদি আপনার অবসর সময়কে কাজে লাগাতে চান, তাহলে গ্রাফিক্স ডিজাইন হতে পারে আপনার একমাত্র অবলম্বন।
# আপনি যদি একাদিক বিষয়ে স্কিল হতে চান, তাহলে গ্রাফিক্স ডিজাইন হতে পারে আপনার ফার্স্ট চয়েস।

অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও পড়ালেখা বা চাকরির কারণে আলাদা কোন বিষয়ে স্কিল হতে পারেন না। তাদের কথা চিন্তা করে ক্রিয়েটিভ আইটি ব্যবস্থা করছে শুক্রবার ও শনিবারে গ্রাফিক্স ডিজাইন ব্যাচ। সময় ১১-০১ টা। আগ্রহীরা দেরি না করে আজই আপনার আসন নিশ্চিত করুন ।

কেন আসবেন ক্রিয়েটিভ শেপারে?
১। ক্রিয়েটিভ আইটি দিচ্ছে লোকাল জব প্লেসমেন্ট সুবিধা।
২। ফ্রিল্যান্সিং গাইডলাইন।
৩। ব্যাকআপ সাপোর্ট।
৪। আছে আপডেটেড মডিউল।
৪। ২৪ ঘন্টা সাপোর্ট।
৫। ইন্টার্নশীপ সুবিধা।

আইটি ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে চাইলে আজই যোগাযোগ করুন।

যোগাযোগ : হাউজ নং ৮/এ/১০ (লেভেল-৬), রোড: #১৩, ধানমন্ডি, ঢাকা। ফোন : ০১৯৬৬-৯৯৯ ৭৭৭

Leave Your Comments