অবশেষে মুক্ত হলো নির্দোষ সামহোয়্যার ইন ব্লগ

প্রকাশ: রবিবার, ০৩ মার্চ, ২০১৯
Image টেকভয়েস২৪ রিপোর্ট
news-banner
  ছবি: সংগৃহীত
অবশেষে মুক্ত হলো নির্দোষ সামহোয়্যার ইন ব্লগ। দীর্ঘ আট মাস বন্ধ করে রাখার পর খুলে দেয়া হয়েছে ব্লগটি। গত বুধবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান।

মোস্তাফা জব্বার ফেসবুক লেখেন,  ‘আপনি হয়তো জানেন না টিকটক, বিগো, সামহোয়্যার ইন ব্লগ এখন আর ব্লক করা নয়।’

কমিউনিটি ব্লগ সাইটটি খুলে দেওয়ায় স্বস্তি প্রকাশ করেন সামহোয়্যারইন ব্লগের সহপ্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস।

সৈয়দা গুলশান ফেরদৌস ফেসবুক পোস্টে লেখন, ‘অবশেষে মুক্ত হলো নির্দোষ সামহোয়্যার ইন ব্লগ। সত্যের জয় হলো। অভিনন্দন সকল ব্লগার বন্ধুদের। দীর্ঘ আটটি মাসের ঘোর অন্ধকার পেরিয়ে ভোর হলো।’

গত ১৭ ফেব্রুয়ারি বিটিআরসির নির্দেশে সবগুলো আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) থেকে সামহোয়্যারইন ব্লগ বন্ধ করে দেয়া হয়েছিল।

Leave Your Comments