আইসাকা ঢাকা চ্যাপ্টারের ৬ষ্ঠ বার্ষিক সম্মেলন ৫ অক্টোবর

প্রকাশ: মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ডিজিটাল মাধ্যমের নীরিক্ষা ও নিয়ন্ত্রণে গঠিত কমিউনিটি ইনফরমেশন সিস্টিম অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশনের (আইসাকা) ঢাকা চ্যাপ্টার স্বেচ্ছাসেবীদের ষষ্ঠ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী শনিবার (৫ অক্টোবর) রাজধানীতে এই  সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে কমিউনিটি সদস্যরা নিজেদের মধ্যে উদ্ভাবন ও সেবা বিনিময় করবে। একইসঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবকদের প্রকল্পগুলি ট্র্যাক করতে সোশ্যাল মিডিয়া ফিডে #ISACACommunITyDay হ্যাশট্যাগ ব্যবহার করবেন বাংলাদেশের স্বেচ্ছাসেবীরাও। এছাড়াও সচেতনতামূলক পদযাত্রা, রক্ত দান এবং পার্ক/রাস্তা পরিষ্কার কর্মসূচিও পালন করা হবে বলে জানাগেছে।

সূত্রমতে, দিবসটি পালনে ওই দিন আইসাকা ঢাকা চ্যাপ্টারের নিকেতন অফিসের সামনে জড় হবেন স্বেচ্ছাসেবীরা।

মূলত, ১৪ সদস্যের বোর্ডের মাধ্যমে পরিচালিত হয় আইসাকা ঢাকা চ্যাপ্টার। সংগঠনটিতে তথ্যপ্রযুক্তিবিদ মোহাম্মদ ইকবাল হোসাইন সভাপতি এবং মুহাম্মাদ আবুল কালাম আজাদ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রযুক্তির ইতিবাচক দিগুলো এগিয়ে নিতে বিশ্বে ২২৫টি চ্যাপ্টারে বিভক্ত হয়ে এই কমিউনিতে সক্রিয় রয়েছে ১ লাখ ৮০ হাজার সদস্য। গত ৫ বছর ধরে ৫০টিরও বেশি দেশে গঠিত হয়েছে ৪৭৪টি দল। এসব দলে ৬২৭ জন স্বেচ্ছাসেবী ৩৬ হাজার ৭০০ ঘণ্টার বেশি সময় দিয়েছেন কমিউনিটির উন্নয়নে।

image

আপনার মতামত দিন