আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে তিনটি ব্রোঞ্জ পদক পেল বাংলাদেশ

প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আবারও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। ফিলিপাইনে অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশ দল তিনটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এই গৌরবময় অর্জনে যাঁরা অবদান রেখেছেন, তারা হলেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের আরিজ আনাস, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের ফারাবিদ বিন ফয়সাল এবং নটর ডেম কলেজের হা-মীম রহমান।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত হয়েছে ৩৬তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড। নির্ধারিত সময় অনুযায়ী ২০ থেকে ২৭ জুলাই প্রতিযোগিতা চলার কথা থাকলেও চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় একদিন আগেই, ২৬ জুলাই।

প্রতিযোগিতায় বাংলাদেশ দলের দলনেতা হিসেবে সঙ্গে ছিলেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক রাখহরি সরকার এবং সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক মৃত্যুঞ্জয় কুন্ডু। এছাড়াও এই দলের অপর সদস্য হিসেবে রয়েছেন রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী মারজান আফরোজ।

এর আগে, বাংলাদেশ দল গঠনের উদ্দেশ্যে গত ১৬-২৪ মে দেশের ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত উৎসবে অংশ নেয় প্রায় ৮ হাজার ৫০০ শিক্ষার্থী। এখান থেকেই বাছাই করা হয় ১ হাজার ১৯০ জন শিক্ষার্থী, যারা ৩১ মে, ২০২৫ তারিখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) জাতীয় পর্বে অংশগ্রহণ করে। এ পর্বের বিজয়ীদের নিয়ে আয়োজিত হয় জাতীয় আবাসিক বায়োক্যাম্প। সেখান থেকে সেরা চারজনকে বাছাই করা হয়েছে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের জন্য। ১৯ জুন ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় চূড়ান্ত বাছাইপর্ব।

বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের (বিডিবিও) আয়োজক বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি। প্রশিক্ষণে সহায়তা করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এবং ড্যাফডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়। কারিগরি সহযোগিতা দিয়েছে ল্যাব বাংলা। 

image

আপনার মতামত দিন