বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে ক্রমবর্ধমান সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে ভাষাগত ও প্রাতিষ্ঠানিক দক্ষতার অভাব একটি বড় বাধা হিসেবে চিহ্নিত। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ইজ আইটি (EAZE IT) ও সিএসএল ট্রেইনিং বাংলাদেশ যৌথভাবে ‘মিশন জাপান’ প্রকল্প শুরু করেছে, যা এক বছর ধরে জাপানি ভাষা ও আইটি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তরুণদের জাপানে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলছে।
আইটি ইঞ্জিনিয়ারদের জন্য আকর্ষণীয় অফার ও ক্যারিয়ার গড়ার কাজে বৈশ্বিক মান বজায় রেখে ইজ আইটি জাপান অর্জন করেছে আইওএস সনদ। রাজধানীর কুড়িলে অবস্থিত বাংলাদেশ অফিসে ২২ আগস্ট শুক্রবার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমে আন্তর্জাতিক স্বীকৃতি আইএসও ৯০০১:২০১৫ অর্জনের আনন্দ উদযাপন করা হলো কেক কেটে। একইসঙ্গে প্রশিক্ষণ চলমান থাকা দুই ব্যাচের সামনে তুলে ধরা হলো কোম্পানির বর্তমান ও ভবিষ্যত। জানানো হলো- ব্লকচেইন ও এআই এর ভবিষ্যতমুখী প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতেও বাংলাদেশে প্রশিক্ষণ শুরু করবে প্রতিষ্ঠানটি।
নিজেদের নতুন অধ্যায়ের সঙ্গে পরিচিত করণের এই অনুষ্ঠানে জাপানের টোকিও হেড অফিস থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন ইজ আইটি জাপানের ফাউন্ডার ও চেয়ারম্যান মো. মজিবর রহমান এবং উপদেষ্টা মোরশেদ মনি।
আর বাংলাদেশ অফিসের পক্ষ থেকে ইজ আইটি বিডি’র ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল ওয়াদুদ, ডিরেক্টর মঈদ মুক্তাদির রিজভী এবং মেহুল জাপানিজ ল্যাংগুয়েজ এডুকেশন সেন্টারের প্রতিষ্ঠাতা সিইও মনিরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের হিরোশিমা আর্টস অ্যান্ড সায়েন্স কলেজের অধ্যক্ষ হিরোশি ওয়াতানাবি এবং সিএসএল ট্রেইনিং এর প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী মুস্তাফা মাহমুদ হুসাইন।
সূত্রমতে, বর্তমানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সিস্টেম ইঞ্জিনিয়ার ও আইটিতে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্নদের শর্ত সাপেক্ষে বিনামূল্যে জাপানি ভাষার ও আইটি প্রশিক্ষণ দিচ্ছে ইজআইটি বিডির ট্রেনিং পার্টনার সিএসএল ট্রেইনিং। আর এই প্রশিক্ষণ শেষেই সরাসরি জাপানে অভিবাসন এবং চাকরির সুযোগ পাবেন উত্তীর্ণরা।
জানাগেছে, প্রথম ব্যাচের শিক্ষার্থীরা এক বছর মেয়াদী প্রশিক্ষণের ১০ মাস অতিক্রম করেছে। আগামী ২৫ তারিখ প্রকাশ হবে এই ব্যাচের জাপানি ল্যাঙ্গুয়েজ টেস্টের ফল। দ্বিতীয় ব্যাচও অতিক্রম করেছে প্রথম চার মাস। তবে দুই ব্যাচে ৪০ জন বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ পেলেই ইতিমধ্যে ঝড়ে পরেছে ১০ জন। বাকি ৩০ জনকে নিয়ে রাজাধানীর কুড়িলে ইজ আইটি’র বাংলাদেশ অফিসে অনুষ্ঠিত হলো হাইব্রিড গেট টু গ্যাদার।
অনুষ্ঠানে বাংলাদেশ-জাপান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও প্রযুক্তিগত উন্নয়নে ইজ আইটি জাপান এবং সিএসএল ট্রেইনিং যৌথ উদ্যোগে দেশটিতে এক লক্ষ দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। পাশাপাশি জাপানে জব রিপ্লেসমেন্টের লক্ষ্যে চলমান মিশন জাপান ব্যাচে অংশগ্রহণকারীদের সফলতা কামনা করা হয়।
প্রসঙ্গত, জাপানের টোকিওতে ইজ আইটি জাপান সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি এনেবল সার্ভিস এবং প্রযুক্তিগত সেবা প্রদান করলেও ইজ আইটি বিডি সিস্টেম সফটওয়্যার উন্নয়ন ও মান নিয়ন্ত্রণের পাশাপাশি অপারেশন ও মেইনটেন্যান্স নিয়ে কাজ করছে। এছাড়াও প্রথমবারের মতো একটি বাংলাদেশি কোম্পানি হিসেবে দেশেই গবেষণা ও উন্নয়ন সেন্টারের মাধ্যমে কোর ব্লকচেইন ক্ষেত্রে কাজ শুরু করছে। আন্তর্জাতিক জব ভিসা, স্টুডেন্ট ভিসা, এইচআর রিক্রুটমেন্ট এর মতো জাপানে জব রিপ্লেসমেন্টে কাজ করছে।