ডব্লিউআরওবিডি ২০২৫-এর প্রথম আঞ্চলিক পর্ব থেকে উঠে এলো ১৪ দল

প্রকাশ: শুক্রবার, ২২ অগাস্ট, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

চট্টগ্রাম আঞ্চলিক পর্বের মধ্য দিয়ে পর্দা উঠেছে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিউআরওবিডি) ২০২৫-এর আঞ্চলিক প্রতিযোগিতার। চট্টগ্রাম ইনডেপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় (সিআইইউ)-এ অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় ৫০ জন প্রতিযোগী অংশ নেন, যা এবারের অলিম্পিয়াডের প্রথম ধাপ হিসেবে সফলভাবে সম্পন্ন হয়।

প্রতিযোগিতায় ফিউচার ইনোভেটর্স সিনিয়র ক্যাটাগরিতে বিজয়ী হয় ৩ সদস্যের মাভেরিক নেক্সাস নামক দল ও ২ সদস্যের ন্যারেটিক নেক্সাস নামক দল। ফিউচার ইনোভেটর্স জুনিয়র ক্যাটাগরিতে বিজয়ী হয় ৩ সদস্যের দ্য ইনোভেটরস নামক দল ও জেডা ২০২৫ নামক দল। এছাড়াও রোবো মিশন জুনিয়র ক্যাটাগরিতে বিজয়ী হয় ৩ সদস্যের রোবো সল্ভার নামক দল।

বিজয়ী দলগুলোসহ মোট ১৪টি দলকে জাতীয় পর্যায়ের জন্য বাছাই করা হয়েছে।

চট্টগ্রাম ইনডেপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. এম. নুরুল আবছার বিজয়ীদের নাম ঘোষণা করেছেন এবং পুরষ্কার বিতরণ করেন। ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিউআরওবিডি) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে এই অলিম্পিয়াড আয়োজন করে।

 এবারই প্রথমবারের মতো প্রতিযোগিতাটি আঞ্চলিক পর্যায়ে আয়োজন করা হচ্ছে, যার ফলে দেশের বিভিন্ন শহরের শিক্ষার্থীরা নিজ নিজ অঞ্চলে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে এবং সেখান থেকে জাতীয় পর্বের জন্য নির্বাচিত হবে। আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে দেশের এই তিনটি শহরে, চট্টগ্রাম, ঢাকা ও রংপুর । আঞ্চলিক পর্বের বিজয়ীরা জাতীয় পর্বে অংশগ্রহণ করবে যা সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে।

এবারের ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ রিজিওনাল-এ বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে রয়েছে ফিউচার ইনোভেটর্স, ফিউচার ইঞ্জিনিয়ার্স, রোবোমিশন এবং রোবোস্পোর্টস ক্যাটাগরি।

 প্রতিযোগিতাগুলো তিনটি বিভাগে বিভক্ত থাকবে: ইলিমেন্টারি (৮-১২ বছর), জুনিয়র (১১-১৫ বছর) এবং সিনিয়র (১৪-১৯ বছর)। চট্টগ্রাম আঞ্চলিক পর্বে ফিউচার ইনোভেটর্স ক্যাটাগরিতে ১৪টি দল তন্মধ্যে ৯টি দল সিনিয়র বিভাগে এবং ৫টি দল জুনিয়র বিভাগে, রোবোমিশন ক্যাটাগরিতে ২টি দল, যথাক্রমে জুনিয়র ও সিনিয়র বিভাগে একটি দল করে এবং ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে সিনিয়র বিভাগেই ২টি দল অংশগ্রহণ করে।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. এম. নুরুল আবছার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. আসিফ ইকবাল, এবং রেজিস্ট্রার আঞ্জুমান বানু লিমা।

এছাড়াও সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন ডব্লিওআরওবিডি-এর মেন্টর, সমন্বয়কবৃন্দ এবং স্বেচ্ছাসেবকবৃন্দ।

অলিম্পিয়াডের এই আঞ্চলিক পর্বের বিচারকমন্ডলী হিসেবে ছিলেন চট্টগ্রাম ইনডেপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফ ইকবাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. রুবেল সেন গুপ্ত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো. সাজ্জাতুল ইসলাম, একই বিভাগের সহকারী অধ্যাপক আতীকুর রহমান, প্রভাষক হাবিবুর রহমান, সামিয়া মুনতাহা, আয়মান ইক্তিদার এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন মুননা।

আগামী নভেম্বর মাসে সিংগাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিউআরও) ২০২৫, যেখানে অংশ নেবে বাংলাদেশ জাতীয় দল। ২০২০ সাল থেকে বাংলাদেশ নিয়মিতভাবে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে এবং প্রতিবছরই অর্জন করে চলেছে একের পর এক সাফল্য। এছাড়াও দেশের আটটি বিভাগে শিক্ষার্থীদের রোবোটিকস ও এই অলিম্পিয়াড সম্পর্কে অবহিত করা এবং অংশগ্রহণে উৎসাহিত করার জন্য বিভিন্ন অ্যাক্টিভেশন কর্মশালা আয়োজন করা হয়েছে।

image

আপনার মতামত দিন