বাংলাদেশে বৈশ্বিক ব্র্যান্ডগুলোর সরাসরি অংশগ্রহণ দিন দিন বাড়ছে। এরই অংশ হিসেবে টিসিএল গ্লোবাল মার্কেটিং কোম্পানি লিমিটেড ডিএক্স হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে তাদের একমাত্র পরিবেশক হিসেবে নিয়োগ দিয়েছে। এই সিদ্ধান্ত টিসিএলের পণ্যের বিস্তার যেমন বাড়াবে, তেমনি স্থানীয় বাজারে প্রতিযোগিতাও আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই অংশীদারিত্বের ফলে ব্র্যান্ডটির টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), রেফ্রিজারেটর, কাপড় ধোয়ার যন্ত্র এবং অন্যান্য গৃহস্থালী ইলেকট্রনিক্স সামগ্রী বাংলাদেশে পরিবেশনের পাশাপাশি প্রস্তুতকারক হিসেবেও দায়িত্ব পালন করতে পারবে ডিএক্স হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
শনিবার (২৩ আগস্ট) ডিএক্স হাইটেক এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, টিসিএল-এর বৈশ্বিক সদর দপ্তর চীনের শেনজেনে ৭ জুলাই অনুষ্ঠিত চুক্তিতে টিসিএল-এর পক্ষে স্বাক্ষর করেন ঝাং গুয়ারং (মহাব্যবস্থাপক, টিসিএল এপিবিজি) এবং ডিএক্স হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দেওয়ান কানন।
এই চুক্তির মাধ্যমে ডিএক্স হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে টিসিএল-এর কার্যক্রম পরিচালনার এক্সক্লুসিভ অনুমোদন লাভ করে।