ঢাকায় শুরু হলো রোবট ও সেমিকন্ডাক্টর নিয়ে সম্মেলন

প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো বিয়ার (বায়োটেক ইলেকট্রনিকস এআই অ্যান্ড রোবোটিকস) এবং বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সম্মেলন। রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে শুরু হলো দুই দিনের এ সম্মেলন। এটি যৌথভাবে আয়োজন করেছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। 

 মঙ্গলবার আইসিটি বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বায়োটেকনোলজি, ইলেকট্রনিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস খাতের সম্ভাবনা অনুসন্ধান করতে বিশ্বব্যাংকের সহায়তায় ‘বিয়ার সামিট অ্যান্ড ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম’ শীর্ষক সম্মেলনের আয়োজন করা হয়েছে। দেশের তরুণ মেধাবীদের সঙ্গে শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের অংশীদারত্ব গড়ে তোলার মাধ্যমে দেশকে জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে নিতেও সহায়তা করবে এ সম্মেলন।

সংবাদ সম্মেলনে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী জানান, সরকার সেমিকন্ডাক্টরশিল্পে নীতিগত সহায়তা দিতে প্রস্তুত। আমরা ইতিমধ্যে ন্যাশনাল সেমিকন্ডাক্টর পলিসির খসড়া প্রস্তুত করেছি এবং শিগগিরই চূড়ান্ত করে সবার সামনে তুলে ধরা হবে। সেমিকন্ডাক্টরশিল্পের সঙ্গে যুক্তদের আমরা নানাভাবে সহযোগিতা করার উদ্যোগ নিয়েছি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মো. মেহেদী হাসান, গ্লোবাল ফাউন্ডারসের ভাইস প্রেসিডেন্ট মাহবুব রাশেদসহ মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

image

আপনার মতামত দিন