ডিজিটাল দক্ষতা বিকাশে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে কোডার্স ট্রাস্ট

প্রকাশ: শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা উন্নয়ন ও কার্যকর ক্যারিয়ার গড়ে তুলে বৈশ্বিক জ্ঞান-ভিত্তিক অর্থনীতিতে অগ্রসর প্রযুক্তি দুনিয়ার বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করার উদ্দেশে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করলো যুক্তরাষ্ট্র-ভিত্তিক বাংলাদেশী মালিকানাধীন এডটেক প্রতিষ্ঠান কোডার্স ট্রাস্ট।

শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি সই হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী এবং কোডার্স ট্রাস্ট সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আজিজ আহমেদ চুক্তিতে সই করেন।

এসময় নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিন ড. সাজ্জাদ হোসেন এবং কোডার্স ট্রাস্টের সিইও মো. শামসুল হক, সিআরও মো. ইকবাল হাসান ফেরদৌস, পরিচালক শামামা নওশীন ইয়ামানি, মাহজাবিন আক্তার, সাজেদা আক্তার হ্যাপি প্রমুখ উপস্থিত ছিলেন।

চুক্তি বিষয়ে আজিজ আহমেদ জানান, এই অংশীদারিত্বের লক্ষ্য হল অত্যাধুনিক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর মাধ্যমে যুবসমাজকে ক্ষমতায়ন করা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিশ্বব্যাপী ডিজিটাল কর্মশক্তিতে উন্নতির হাতিয়ার হিসেবে প্রস্তুত করা। মূলতঃ স্থানীয় এবং বিশ্বব্যাপী একটি টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে কোডার্স ট্রাস্ট প্রতিশ্রুতিবদ্ধ।
image

আপনার মতামত দিন