ডিজিটাল মনিটরিংয়ে জোর দিচ্ছে বিএসইসি, প্রতারণা প্রতিরোধে নতুন উদ্যোগ

প্রকাশ: মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

প্রতারণা প্রতিরোধে বিএসইসি প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সব ব্রোকারকে সমন্বিত ও অপরিবর্তনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যারের আওতায় এনেছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। 

‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৫’ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে ৬ সেপ্টেম্বর, সোমবার বিএসইসি  ভবনে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন তিনি। 

বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসসিও) আহ্বানে এ বছর ‘প্রযুক্তি ও এআইনির্ভর আর্থিক শেয়ার লেনদেনের ঝুঁকি ও তথ্যের সুরক্ষা বিঘ্নিত হওয়া এবং প্রতারণা প্রতিরোধ। তিনটিই বিনিয়োগকারীর নিরাপত্তার মূল চাবিকাঠি’ প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ। 

সপ্তাহ উদযাপনে ৭ সেপ্টেম্বর, বুধবার বিকেলে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ব্রোকারদের সংগঠন ডিবিএ এবং মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বিএমবিএ যৌথভাবে জুমে (অনলাইন) একটি সেমিনারের আয়োজন করেছে। সূত্রমতে, এতে সরাসরি প্যানেল আলোচকরা ডিএসই কার্যালয়ে উপস্থিত থাকবেন। আর বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক কর্মকর্তারা অনলাইনে যোগ দেবেন। 

এর আগে দিবসটির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের আমন্ত্রণ না জানিয়ে  রাত পৌনে ৯টায় দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসি গঠিত তদন্ত কমিটির দুই সদস্য ইয়াওয়ার সায়ীদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ জিসান হায়দার।  জিসান হায়দার ছাড়াও অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপনা করেন আর্থিক খাত বিশেষজ্ঞ ইয়াওয়ার সাইদ। 

বিএসইসির নির্বাহী পরিচালক মীর মোশাররফ হোসেন চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত প্যানেল আলোচনায় প্যানেলিস্ট হিসেবে অংশ নেন বিএসইসির নির্বাহী পরিচালক রিপন কুমার দেবনাথ, ঢাকা স্টক এক্সচেঞ্জ এর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এবং ব্যারিস্টার কারিশমা জাহান।  
  
দুই স্টক এক্সচেঞ্জের দুই চেয়ারম্যান ও দুই এমডি, শীর্ষ ১০ ব্রোকারেজ হাউসের ১০ জন সিইও এবং ব্রোকারদের সংগঠন ডিবিএ সভাপতিসহ বিএসইসির কর্মকর্তাদের অংশগ্রহণেই অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯’- এই দুটি আইনকে একত্রিত করতে কমিশন ইতোমধ্যে কাজ করছে এবং সমস্ত সিকিউরিটিজ সংক্রান্ত বুলসকে এক জায়গায় আনতেও কাজ চলছে। অনিয়ম ও জালিয়াতি রুখতে প্রতিজ্ঞাবদ্ধ বলেই বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর স্বল্পতম সময়ে বিগত সময়ের অনিয়ম ও জালিয়াতি তদন্তে ‘অনুসন্ধান ও তদন্ত কমিটি’ গঠন করেছিল। উক্ত কমিটির পেশকৃত ১২টি প্রতিবেদনের মধ্যে কমিশন ইতোমধ্যে সাতটি প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি বলেন, আদালতে রিট চলমান থাকায় ও স্থগিতাদেশ থাকায় কিছু ক্ষেত্রে প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন তথা এনফোর্সমেন্ট অ্যাকশন সম্পন্ন করা বাধাগ্রস্ত হচ্ছে। এক্ষেত্রে সরকার ও বিজ্ঞ আদালতসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি ও সহায়তা কামনা করেন তিনি। এছাড়াও দেশের পুঁজিবাজারের কাঠামোগত ও টেকসই সংস্কার ও উন্নয়ন নিশ্চিতে বিএসইসি কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। মিউচ্যুয়াল ফান্ড খাতের উন্নয়নের লক্ষ্যে ট্রাস্টি, কাস্টোডিয়ান ও সম্পদ ব্যবস্থাপক এর ভূমিকা ও দায়িত্বকে আরও সুসংহত করা হচ্ছে এবং তালিকাভুক্ত কোম্পানিসমূহে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে স্বতন্ত্র পরিচালকদের দায়বদ্ধতা নিশ্চিতের জন্য কমিশন কাজ করছে বলে জানান তিনি। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ রুখতে বর্তমান কমিশন পুঁজিবাজারের সব ব্রোকারদের অসংশোধনযোগ্য সমন্বিত ব্যাক অফিস সফটওয়্যারের আওতায় এনেছে। তিনি দেশের পুঁজিবাজারে টেকসই উন্নয়ন ও সংস্কার বাস্তবায়ন এবং উন্নত পুঁজিবাজার গড়তে সংশ্লিষ্ট সবার সহায়তা কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে বিএসইসি কমিশনার মো. আলী আকবর বলেন, প্রতি বছরের মতো আয়োজিত এই ‍‍‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ এর এবারের প্রধান প্রতিপাদ্য হলো Technology and Digital Finance, Artificial Intelligence, and Fraud and Scam Prevention যার মধ্যে থেকে বিএসইসি Fraud & Scam Prevention থিমকে বেছে নিয়েছে।

image

আপনার মতামত দিন