ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার সম্প্রসারণের প্রস্তাব

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ অগাস্ট, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে উৎপাদনমুখী শিল্পখাতকে পুনর্জাগরণ ঘটাতে হবে। কিন্তু বর্তমানে দুর্নীতি ও অব্যবস্থাপনার বেড়াজালে খাতটি ধুঁকছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারকে সম্প্রসারণের প্রস্তাব দিচ্ছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারা বলছেন, সময় এসেছে প্রযুক্তিনির্ভর স্বচ্ছতা এবং কার্যকর সেবাব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার।

বুধবার রাতে (২০ আগস্ট)  রাজধানীর কারওয়ান বাজারের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বা বিডিবিএল ভবনে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক সংস্কারে অগ্রাধিকার’ বিষয়ক সেমিনারে এমন পরামর্শ দিয়েছেন বক্তারা। 

বক্তারা মনে করেন, দেশের অধিকাংশ তদন্ত সংস্থা দুর্নীতিগ্রস্ত হওয়ায় সুশাসন ব্যাহত হচ্ছে। সরকার ও প্রাইভেট সেক্টরের মধ্যে সম্পর্কের উন্নতি না হলে উৎপাদন খাত ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। ছোট ছোট কারখানার কারণে উৎপাদনও সীমিত হচ্ছে। রাজনৈতিক দল ক্ষমতায় এলে উৎপাদনশীলতা ও প্রবৃদ্ধি সাময়িকভাবে বাড়লেও তা স্থায়ী হচ্ছে না। তাই ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার সম্প্রসারণের বিকল্প নেই। এটি দুর্নীতির সুযোগ কমাবে এবং স্বচ্ছতা বাড়াবে। সেই সঙ্গে দক্ষ জনশক্তি তৈরির দিকেও নজর দিতে হবে। অডিট ও ট্যাক্সেশন সিস্টেম ন্যায়সংগত হলে প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটিয়ে ওঠা সহজ হবে।

সেমিনারটি যৌথভাবে আয়োজন করে ভয়েস ফর রিফর্ম, নাগরিক কোয়ালিশন ও ব্রেইন। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ভয়েস ফর রিফর্মের উদ্যোক্তা ও সংগঠক ফাহিম মাশরুর। আলোচনায় অংশ নেন বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা।

মূল প্রবন্ধে ফাহিম মাশরুর বলেন, ‘বিভিন্ন সংস্কার কার্যক্রম নিয়ে আলাপ হলেও অর্থনৈতিক সংস্কার নিয়ে সেভাবে কথা হচ্ছে না। আমরা কি ভিয়েতনাম স্টাইলে দ্রুত প্রবৃদ্ধির দিকে যাব। নাকি ইন্দোনেশিয়ার মতো স্থানীয় চাহিদাভিত্তিক বাজারের দিকে যাব। কিংবা কেরালার মতো রেমিট্যান্স–নির্ভর হব, সেই সিদ্ধান্ত নেওয়া দরকার।’

অনুষ্ঠানে যুক্তরাজ্যের সোয়াস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুশতাক খান, অর্থনৈতিক টাস্কফোর্সের সদস্য আখতার মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থনীতি বিশ্লেষক জিয়া হাসান, পরিকল্পনা কমিশনের সদস্য ড. মনজুর হোসেন, সাবেক ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সভাপতি সেলিম আল হোসাইন, প্রকাশক মাহরুক মহিউদ্দিন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান ড. জুবাইদুর রহমান, প্রথম আলোর অনলাইন প্রধান শওকত হোসেন প্রমুখ বক্তব্য দেন। 

image

আপনার মতামত দিন