এআইয়ের সঠিক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন আলোচনা সভায়

প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
রাজধানীর এসিআই লিমিটেডের সম্মেলন কক্ষে রবিবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘শুড আই ট্রাস্ট এআই’ শীর্ষক এই ইন্টারএকক্টিভ আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও যুক্তরাজ্য-ভিত্তিক প্রতিষ্ঠান ডিজিটাল রেডিনেস অ্যান্ড ইন্টেলিজেন্ট সিস্টেমস লি. (ডি-রেডি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ড. আলমগীর হোসেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠদান করা সাবেক এই অধ্যাপক মূল আলোচনায় এআই এর সঠিক এবং দায়িত্বশীল ব্যবহারের গুরুত্ব সবার সামনে তুলে ধরেন। তিনি এই সময় তাদের তৈরিকৃত এআই টুল; রাইডট, রেসপনসিবল এআই, ইনসাইটফুল ডাটা, অপারেশনাল ট্রাস্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, এআই এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার ফলে যেকোন পণ্যের উৎপাদন, গুণগতমান আশাতীতভাবে বৃদ্ধি করা সম্ভব। অন্যদিকে এআই এর অপব্যবহারের ফলে, বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ও সিএসই বিভাগের অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে এসিআইসহ তিনটি প্রতিষ্ঠান ‘রাইডট’ ব্যবহারের ফলে তাদের কোম্পানীর কার্যক্রমে কি ধরনের ইতিবাচক পরিবর্তন সক্ষম হয়েছে তা অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন।

অধ্যাপক ড. আলমগীর হোসেন জানান, ইতোমধ্যে আমরা কুমিল্লার চান্দিনায় দেশের প্রথম ‘এআই পাওয়ার্ড ভিলেজ’ (কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন গ্রাম) এর কার্যক্রম শুরু করেছি। ধীরে ধীরে আমরা এআই-ভিত্তিক আরও কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করবো।
image

আপনার মতামত দিন