দেবজ্যোতি দাস সৌম্য। পড়ছেন সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণিতে। এরই মধ্যে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) আর্লি একশনে ভর্তি হওয়ার অফার পেয়েছেন তিনি।
আগামী বছর তার উচ্চমাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) দেওয়ার আগেই তিনি এমআইটি-এ ভর্তির সুযোগ পেয়েছেন।
দেবজ্যোতি দাস সৌম্য চলতি বছরের শুরুর দিকে আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াড (আইওআই)-এ স্বর্ণপদক জিতেছেন। প্রথম বাংলাদেশি হিসেবে এই অসামান্য খ্যাতি অর্জন করেন তিনি।