রাজধানীর ধানমন্ডিস্থ লাইসেন্সধারী জেএমআই বিশেষায়িত হাসপাতাল অ্যাপোলো ক্লিনিককে ক্লাউড-ভিত্তিক হাসপাতাল এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সিস্টেম দেবে গ্লোবাল মেডিক্লাউপ (বিডি) লিমিটেড। রবিবার ক্লিনিকেই উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি হয়েছে।
গ্লোবাল মেডিক্লাড (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ হাসিবুর রহমান এবং জেএমআই স্পেশালাইজড হাসপাতালের সিইও ডা. তামজিদ আলম চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্লোবাল মেডিক্লাড (বিডি) লিমিটেডের পরিচালক জাকির হোসেন এবং মোহাম্মদ মাসুদ, ডা. সাইফুল ইসলাম, জেএমআই স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডা. আদনান আহমেদ এবং জেএমআই স্পেশালাইজড হাসপাতালের সিওও পাপুল মিয়া।
চুক্তি নিয়ে গ্লোবাল মেডিক্লাড (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ হাসিবুর রহমান বলেন, “আমাদের ক্লাউড-ভিত্তিক ইআরপি সল্যুশনটি হাসপাতালের পরিচালন দক্ষতা বাড়াবে, সঠিক ডেটা ব্যবস্থাপনা নিশ্চিত করবে এবং শেষ পর্যন্ত রোগীদের জন্য স্বাস্থ্যসেবা পরিষেবার মান উন্নত করবে।”
একই ধরনের প্রত্যাশা করে জেএমআই স্পেশালাইজড হাসপাতালের সিইও ডা. তামজিদ আলম বলেন, “গ্লোবাল মেডিক্লাড (বিডি) লিমিটেডের সাথে আমাদের অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের জন্যই একটি নতুন অধ্যায়ের সূচনা করলো৷ এআই চালিত এই ইআরপি সিস্টেমের মধ্যোমে আমরা স্বাস্থ্যসেবা মানে নতুন মান স্থাপন করতে প্রস্তুত।”