খানা’স রেস্তোরাঁয় জিপিস্টারদের জন্য স্পেশাল ডিসকাউন্ট

প্রকাশ: বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের ‘স্টার গ্রাহকরা’ খানা’স রেস্তোরাঁয় বিভিন্ন ধরনের ছাড় পাবেন। রেস্তোরাঁটির ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লার ১৬টি শাখায় আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শুক্রবার যেকোনো মেন্যুতে ১৫ শতাংশ ছাড় পাবেন।

অপারেটরটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’ নামের এ প্রচারণার আওতায় জিপিস্টার গ্রাহকরা শুক্রবার থেকে এ অফার পাবেন।

পাশাপাশি ক্যাম্পেইন চলাকালে প্রতি শুক্রবার প্রথম ২৫ জন জিপিস্টার গ্রাহক খানা’স এর যেকোনো শাখায় বিনামূল্যে একটি বিফ বা চিকেন চেডার বার্গার এবং হট ফ্রাইসও পাবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার দিনব্যাপী ১৫ শতাংশ ছাড় পেতে কিউআর কোড স্ক্যান করে ‘এফএফ’ লিখে ২৯০০০ নম্বরে পাঠানোর পর ফিরতি মেসেজটি কাউন্টারে দেখিয়ে গ্রাহকরা এ সুবিধা নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণফোনের ভারপ্রাপ্ত হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশনস মো. ইফতেখার আলম ও খানা’স এর চেয়ারম্যান এহসান আহমেদের উপস্থিতিতে সম্প্রতি এ অংশীদারত্বের ঘোষণা করা হয়।

ইফতেখার বলেন, “গ্রাহকদের আনন্দময় ও স্মরণীয় মুহূর্ত উপহার দিতে আমাদের সংকল্পের প্রতিফলন হচ্ছে ফ্যান্টাস্টিক ফ্রাইডে। খানা’স এর সাথে পার্টনারশিপ আমাদের ক্যাম্পেইনে বিশেষ মাত্রা যোগ করবে।”

খানা’স এর ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন মাহমুদ বলেন, “আমাদের উভয়ের গ্রাহক সন্তুষ্টির জন্য গ্রামীণফোণের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। এই পার্টনারশিপ জিপিস্টার গ্রাহকদের মধ্যে সাড়া ফেলবে।”
image

আপনার মতামত দিন