মহাবিশ্বের রহস্য উন্মোচনে তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে উদ্বুদ্ধ করতে ঢাকার ধানমিন্ডির একটি আইটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের ডাটা বুট ক্যাম্প। কর্মশালায় অংশ নিয়ে স্পেস ক্রু, যারা রোবটিক্স, মুন ল্যান্ডার প্রযুক্তি এবং জেমস ওয়েব টেলিস্কোপের উন্নয়ন প্রক্রিয়াসহ মহাবিশ্বের নানা বিস্ময়কর বিষয় হাতে-কলমে শিখেছে অংশগ্রহণকারীরা।
নানা বয়সের শতাধিক খুদে মহাকাশ অনুরাগীদের নিয়ে শনিবারের সরাসরি এবং আরো শতাধিক শিক্ষার্থী অনলাইনে অংশ নেয়। তাদের সামনে মহাবিশ্বের নানা বিষয় তুলে ধরেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫জন ইন্সট্রাক্টর। কর্মশালায় উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে ছিল গভীর কৌতূহল এবং নতুন কিছু শেখার উদ্যম। এই আয়োজনে তাদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের গবেষক ও উদ্ভাবক হয়ে ওঠার আত্মবিশ্বাসী করেছে বলে মনে করেন অংশগ্রহণকারীদের অভিভাকেরা।
ক্যাম্পে উপস্থিত ছিলেন স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের ইউএসএ চ্যাপ্টারের প্রধান মোহাম্মদ জামান, স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু এবং গার্ডিয়ান গ্রুপের প্রতিনিধি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু জানান, এই আয়োজনে মহাবিশ্ব এবং এর সঙ্গে সম্পর্কিত আধুনিক প্রযুক্তি সম্পর্কে তরুণদের সচেতন ও উৎসাহী করেন আয়োজকরা। বুট ক্যাম্পে অংশগ্রহণকারীরা শিখেছে হাজার মাইল দূরের রোবট কীভাবে কাজ করে, চন্দ্রাভিযানের ল্যান্ডার কীভাবে চাঁদে নিরাপদে অবতরণ করে, এবং মহাবিশ্বের অজানা গোপন তথ্য আবিষ্কারে জেমস ওয়েব টেলিস্কোপের ভূমিকা।
স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের এ ধরনের উদ্যোগ আগামী দিনে তরুণদের মধ্যে বিজ্ঞান ও মহাকাশ গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।