কর্মজীবী মা-বাবাদের জন্য হপ লুনের ‘প্লে ইট ফরওয়ার্ড’ উদ্যোগ

প্রকাশ: সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বৈশ্বিকভাবে স্বনামধন্য পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হপ লুন সম্প্রতি তাদের নতুন করপোরেট সামাজিক দায়বদ্ধতামূলক (সিএসআর) উদ্যোগ ‘প্লে ইট ফরওয়ার্ড’ চালু করেছে। 

নিজেদের প্রতিষ্ঠানে কর্মরত মা-বাবাদের সহায়তায় হ্যাশট্যাগ শিক্যান (#শিক্যান) প্ল্যাটফর্মের আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে হপ লুন এর কারখানাগুলোর অন্তর্ভুক্ত চাইল্ড কেয়ার সেন্টারগুলোতে শিশুদের শেখা ও খেলার সুযোগ আরও বিস্তৃত করেছে।

এ উদ্যোগের অংশ হিসেবে হপ লুনের হংকং অফিসের কর্মীরা বাংলাদেশের ফ্যাশন চাইল্ডকেয়ার সেন্টারের রিডিং কর্নার (পড়ার কর্নার) ও খেলাধুলার স্থানগুলোকে সমৃদ্ধ করার জন্য নতুন বা ‘৯০ শতাংশ নতুন’ খেলনা এবং পিকচার বুক, কাপ সাজানোর খেলনা, ব্লক, আকৃতি মিলানোর খেলনা, ঝুনঝুনি, সহজ ধাঁধার খেলনা এবং নরম ও মানসম্মত (সার্টিফায়েড) খেলনা দেয়া হয়।

বর্তমানে হপ লুনের একাধিক কারখানায় (ফ্যাশন, ব্র্যান্ড, ইন্টিমেট, ডিভা, লিজেন্ড ও হেরিটেজ) অনসাইট চাইল্ড কেয়ার সেন্টার রয়েছে। এসব সেন্টারে নবজাতক থেকে শুরু করে ৩ বছর বয়সী ১৪ থেকে ৬০ জন শিশুকে রাখার সুযোগ-সুবিধা রয়েছে। প্রতিটি কেন্দ্রেই শিশুদের জন্য রয়েছে যত্নশীল পরিবেশ, যেখানে ভাষা শেখা, একে অপরের সাথে যোগাযোগ ও মানসিক বিকাশে গুরুত্ব দেওয়া হয়। শিশুদের জন্য রয়েছে সারাদিনের খাবারের ব্যবস্থা ও বিভিন্ন শিক্ষা উপকরণ, যেমন: খেলনা, বর্ণমালা স্টিকার, বই ও টেলিভিশন। আয়োজন করা হয় গান ও গল্প বলার মতো কার্যক্রম। এসব ব্যবস্থা শিশুদের শেখা ও বেড়ে ওঠাকে আনন্দদায়ক করে তোলে।

উদ্যোগটি সম্পর্কে হপ লুনের চিফ পিপল অফিসার ড. সাবরিনা টিন বলেন, “হপ লুনে আমরা বিশ্বাস করি, আমাদের কর্মীদের পাশে থাকা মানে তাদের পরিবারেরও পাশে থাকা। ‘প্লে ইট ফরওয়ার্ড উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের কর্মীদের কল্যাণ ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, পাশাপাশি মানবিক মূল্যবোধ ও ইএসজি অঙ্গীকারের ভিত্তি আরও দৃঢ় করেছে।”

image

আপনার মতামত দিন