অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিমন্ত্রীর পদমর্যাদা নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ফয়েজ আহমদ তৈয়্যব।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নীতি উপদেষ্টা থেকে পদায়ন পেয়ে একই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন এই প্রযুক্তিবিদ ও প্রকৌশলী।
বুধবার (৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব চলে আসে প্রধান উপদেষ্টার ওপর। এখন তার বিশেষ সহকারী হিসেবে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন ফয়েজ আহমেদ তৈয়্যব।
টেকসই উন্নয়ন ও অবকাঠামোবিষয়ক প্রবন্ধকার তৈয়্যব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশলে স্নাতক অর্জন করেন। নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার আগে টেলিযোগাযোগ বিশেষজ্ঞ তৈয়্যব বর্তমানে সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসেবে ‘ভোডাফোন জিজ্ঞো’ নেদারল্যান্ডস-এ কর্মরত ছিলেন।
লেখক হিসেবে সমধিক পরিচিত তৈয়্যবের লেখায় টেকসই উন্নয়নের নিরিখে রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগত দিক, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রকল্পের ডিজাইন ত্রুটিসহ বিভিন্ন খাতের কারিগরি ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সংস্কার এবং অটোমেশন প্রাধান্য পেয়েছে।