পরিবেশবান্ধব প্রযুক্তিতে সাফল্য, সার্ক অঞ্চলে শীর্ষে বাংলাদেশ

প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
দক্ষিণ এশিয়ায় নদী ও সমুদ্রের প্লাস্টিক দূষণ রোধে উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন করে আন্তর্জাতিক হ্যাকাথন 'PLEASE (Plastic Free Rivers and Seas for South Asia)' প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের উদ্ভাবনী দল 'প্লাস্টিক্স ২.০'।

বাংলাদেশের দুই বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত দলটি এমন একটি প্রযুক্তি তৈরি করেছে যা রঙ, গন্ধ এবং দূষণ দূর করে পুনর্ব্যবহৃত পলিপ্রোপিলিন প্লাস্টিককে প্রায় নতুন অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম, এমনকি তা খাদ্য গ্রেড মানেও উন্নীত করা যায়।

দলটির সদস্যরা হলেন, সিয়াম বিন এইচ রহমান (ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি), এবং তাকী তাজওয়ারুজ্জামান খান, আহাবাব ইমতিয়াজ রিসাত, তাসনিম আশরাফ ও জাফরিন শায়লা (ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি - IUT)।

PLEASE হ্যাকাথনের আয়োজক ছিল জাতিসংঘের সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম (SACEP)। বিশ্বব্যাংকের অর্থায়নে ও UNOPS-এর সহায়তায় আয়োজিত এই পাঁচ বছর পরপর অনুষ্ঠিত প্রতিযোগিতায় সার্কভুক্ত আটটি দেশের (আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা) ২৫০-এর বেশি তরুণ উদ্ভাবক অংশ নেন।

প্রতিযোগীদের ৯৮টি দলে ভাগ করে, দেশের অভ্যন্তর এবং আন্তর্জাতিক নদী ও সমুদ্রের প্লাস্টিক ব্যবস্থাপনায় টেকসই সমাধান খোঁজার চ্যালেঞ্জ দেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক বাছাই শেষে ২৩টি দল চূড়ান্ত পর্বে অংশ নেয়।

চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ৬ এপ্রিল, শ্রীলঙ্কার কলম্বোর সিনামন গ্র্যান্ড হোটেলে। অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রযুক্তি উপস্থাপন করে, যা মূল্যায়ন করেন আন্তর্জাতিক মানের বিচারকরা। তারা উদ্ভাবনের মৌলিকতা, বাস্তবায়নযোগ্যতা, ব্যবসায়িক পরিকল্পনা, আঞ্চলিক প্রয়োগযোগ্যতা এবং পরিবেশ ও সমাজে সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করে ১৩ এপ্রিল বিজয়ী দলের নাম ঘোষণা করেন।

আপনার মতামত দিন