রাজউক ন্যাশনাল সাইস্পার্ক শুরু ২ অক্টোবর

প্রকাশ: মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
শিগগিরিই শুরু হতে যাচ্ছে ‘রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৩.০’। আগামী ২-৩ অক্টোবর রাজউক উত্তরা মডেল কলেজে এই উৎসব আয়োজিত হবে। দুদিনের এ আয়োজনে সারা দেশের প্রায় ১০০টি স্কুলের ৩ হাজার শিক্ষার্থী অংশ নেবে। উৎসবে এ বারের স্লোগান ‘গ্র্যাব বিয়ন্ড দ্য ইনফিনিটি’।

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা মোট ৩টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে এ আয়োজনে। ক্যাটাগরি তিনটি হলো: জুনিয়র (৬ষ্ঠ-৮ম), সিনিয়র (৯ম-১০ম) ও হায়ার সেকেন্ডারি (একাদশ-দ্বাদশ)।

ইভেন্টও ভাগ করা হয়েছে তিনটি ভাগে। শিক্ষার্থীরা দলবদ্ধভাবে ওয়াল ম্যাগাজিন, সার্চ দ্য ট্রেজার ও ইনোভেটিভ আইডিয়া হান্টের মতো ইভেন্টে অংশ গ্রহণ করতে পারবে। আর গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান অলিম্পিয়াড, কিউব মাস্টার, সুডোকু কিং, সাইফাই স্টোরি রাইটিংয়ের মতো ইভেন্টগুলোতে অংশগ্রহণ করা যাবে একা। এ ছাড়া শিক্ষার্থীরা অনলাইনে অংশগ্রহণ করতে পারবে সায়েন্টিফিক পোস্টার ডিজাইন ও সায়েন্স মিমের মতো ইভেন্টে।

উৎসবের প্রথম দিনে নানা অলিম্পিয়াড আয়োজিত হবে। পাশাপাশি ইনফরমেটিকস অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ীরা তাঁদের অভিজ্ঞতার কথা বলবেন শিক্ষার্থীদের। আর দ্বিতীয় দিন আয়োজিত হবে প্রজেক্ট ডিসপ্লে, ওয়াল ম্যাগাজিন, রুবিকস কিউব ও স্ট্যান্ড-আপ কমেডিসহ আরও অনেক কিছু। ৩ ডিসেম্বর, বৃহস্পতিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসব শেষ হবে। দুই দিনই সকাল ৯টায় উৎসব শুরু হয়ে শেষ হবে বিকেল ৫.৩০ টায়।

এ উৎসব আয়োজন করছে রাজউক কলেজ সায়েন্স ক্লাব। পৃষ্ঠপোষকতা করছে আমান গ্রুপ। টাইটেল স্পন্সর ট্রাস্ট ব্যাংক। এছাড়া আরও স্পন্সর হিসেবে রয়েছে ইসলামী ব্যাংক, এসবিডিএক গ্রুপ, ব্যাপন, লেকচার, ফ্যান্টাসি কিংডম, এসিআই, ফটিক জল, গো গ্রিন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, কালের কন্ঠ, যমুনা টিভি, নিউজ 

আপনার মতামত দিন