সিলেট- চাঁদপুরে অনলাইন জিডি সেবা চালু হচ্ছে আজ

প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
বর্তমানে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যায়। তবে এখন থেকে অনলাইনে সব ধরনের জিডি করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। এরই অংশ হিসেবে আগামী মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সব থানা এবং চাঁদপুর জেলা পুলিশের সব থানায় অনলাইন জিডি সেবা চালু হবে।

প্রাথমিক পর্যায়ে পাইলট ভিত্তিতে এই দুই জেলায় শুরু হলেও পর্যায়ক্রমে সারা দেশে সব থানায় অনলাইনে সব ধরনের জিডির সুবিধা চালু হবে বলে জানাগেছে। প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসে সব ধরনের জিডি করার সুবিধা চালু করছে বাংলাদেশ পুলিশ‌।

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর রবিবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এতে অনলাইন জিডি সেবা পেতে প্রথম গুগল প্লে-স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

বলা হয়েছে, পরে রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন করতে অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। হটলাইন নম্বর ২৪ ঘণ্টা চালু থাকবে।

আপনার মতামত দিন